Kalo Shari Lyrics (কালো শাড়ি) By Jisan Khan Shuvo

Kalo Shari Lyrics (কালো শাড়ি) By Jisan Khan Shuvo’
কালো শাড়ি – Kalo Shari Bangla Song Lyrics. This song Singing by Jisan Khan Shuvo. Music Composed by Ankur Mahamud. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Eagle Music Video Station” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Kalo Shari – কালো শাড়ি
Singer: Jisan Khan Shuvo
Lyrics & Tune: Jisan Khan Shuvo
Music: Ankur Mahamud
Label: Eagle Music
কালো শাড়ি লিরিক্সঃ
কালো শাড়ির সাথে কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল (২ বার)
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে
আমি দু’চোখ ভরে দেখব তা
করবো না আর ভুল
কালো শাড়ির সাথে কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল
হাত রেখে হাতে দুজনে একসাথে
পাশাপাশি চলা হয়না
তোর কাঁধেতে মাথাটা রেখে
তারাগুলো গোনা হয়না
জানিনা সে কার নয় সে আমার
একি তবে ভুলের মাশুল
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে
আমি দু’চোখ ভরে দেখব তা
করবো না আর ভুল
কালো শাড়ির সাথে কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল
কোন সে আকাশে সে
মেঘ হয়ে ভেসে
বৃষ্টি হয়ে ঝরে জানিনা
জড়িয়ে নিয়ে বুকে সে যদি রাখে
পূর্ণ হবে শেষ বাসনা
জানিনা সে কার নয় সে আমার
একি তবে ভুলের মাশুল
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে
আমি দু’চোখ ভরে দেখব তা
করবো না আর ভুল
কালো শাড়ির সাথে কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল (২ বার)
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে
আমি দু’চোখ ভরে দেখব তা
করবো না আর ভুল (২ বার)
Kalo Shari Lyrics By Jisan Khan Shuvo
Kalo sharir sathe kalo churi haate
Khopai jeno thake bonoful
Kono monkharaper raate
Dekha hoy jodi tar sathe
Ami duchok vore dekhbo ta
Korbo na ar bhul
Hat rekhe hate dujone eksathe
Pashapashi chola hoyna
Tor kadhete mathata rekhe
Taragulo gona hoyna
Janina se kar noy se amar
Eki tobe vuler mashul