Kancha Banshe Ghun Dhoirache Lyrics (কাঁচা বাঁশে ঘুণ) By Laila

Kancha Banshe Ghun Dhoirache Lyrics (কাঁচা বাঁশে ঘুণ) By Sultana Yeasmin Laila
কাঁচা বাঁশে ঘুণ ধরেছে – Kancha Banshe Ghun Dhoirache Bangla Song Lyrics. This song Singing by Sultana Yeasmin Laila. Music Composed by A H Turjo. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Urvashi Forum” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Kancha Banshe Ghun Dhoirache – কাঁচা বাঁশে ঘুণ ধরেছে
Singer : Sultana Yeasmin Laila
Lyrics : Dr. Md Harunur Rashid
Music Director : A H Turjo
Tune : Plabon Koreshi
Label : Urvashi Forum
কাঁচা বাঁশে ঘুণ ধরেছে লিরিক্সঃ
আমার কাঁচা বাঁশে ঘুণ ধইরাছে
আমার কাঁচা বাঁশে ঘুণ ধইরাছে
মনের বনে আগ লাইগাছে
জ্বলে ধিকিধিকি আগুন জ্বলে ধিকিধিকি
কান্নার জলে বুক ভাইসা যায়
আগুন না নিভায় গো আমার
আগুন না নিভায়
কাঁচা বাঁশে ঘুণ ধইরাছে
মনের বনে আগ লাইগাছে
জ্বলে ধিকিধিকি আগুন জ্বলে ধিকিধিকি
কান্নার জলে বুক ভাইসা যায়
আগুন না নিভায় গো আমার
আগুন না নিভায়
আগুন না নিভায় গো আমার
আগুন না নিভায়
মন বুঝিনি অবোধ আমি করেছে যে ভুল
পাষাণেরে ভালোবেসে দিতেছি মাশুল
ও মন বুঝিনি অবোধ আমি করেছে যে ভুল
পাষাণেরে ভালোবেসে দিতেছি মাশুল
এখন ফাগুন মাসে ফুল ঝইরা যায়
অন্তর পোড়ে খরায় খরায় (২ বার)
আগুন না নিভায় গো আমার
আগুন না নিভায়,
আগুন না নিভায় গো আমার
আগুন না নিভায়
মনের বনে আগ লাইগাছে জ্বলে ধিকিধিকি
হুহু করে বুকের ভিতর কেমন কইরা থাকি
অল্প বয়সে প্রেম কইরাছি মনে বড় জ্বালা
আমি রাধা অভাগিনী কোথায় পাবো কালা?
ও অল্প বয়সে প্রেম কইরাছি মনে বড় জ্বালা,
আমি রাধা অভাগিনী কোথায় পাবো কালা?
এখন বিচ্ছেদবনে ঝড় উইঠাছে
শুকনা মেঘে চাঁদ ঢাইকাছে. (২ বার)
আগুন না নিভায় গো আমার
আগুন না নিভায়
আগুন না নিভায় গো আমার
আগুন না নিভায়
কাঁচা বাঁশে ঘুণ ধইরাছে
মনের বনে আগ লাইগাছে
জ্বলে ধিকিধিকি আগুন জ্বলে ধিকিধিকি
কান্নার জলে বুক ভাইসা যায়
আগুন না নিভায় গো আমার
আগুন না নিভায় (৪ বার)
Kancha Banshe Ghun Dhoirache Lyrics By Laila
Amar kacha banshe ghun dhoirache
Moner bone aag lagaiche
Jwole dhikidhiki aagun jwole dhikidhiki
Kannar jolw buk vaisa jaay
Aagun na nibhay go amar
Agun na nibhay
Mon bujhini obodh ami korechi je bhul
Pashanere valobeshe ditechi mashul
Ekhon fagun mase ful jhoira jaay