Kar Bukete Ghumao Tumi Lyrics (কার বুকেতে ঘুমাও তুমি) By Sojib Shan

Kar Bukete Ghumao Tumi Lyrics (কার বুকেতে ঘুমাও তুমি কার ঘরে দাও আলো) By Sojib Shan
কার বুকেতে ঘুমাও তুমি – Kar Bukete Ghumao Tumi Bangla Song Lyrics. This song Singing by Sojib Shan & Music by AH Turjo. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “KamruL Media” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Kar Bukete Ghumao Tumi – কার বুকেতে ঘুমাও তুমি
Singer: Sojib Shan
Lyrics : Nirmal Dash
Tune: Nirmal Dash & AH Turjo
Music Composer: AH Turjo
Label: KamruL Media
কার বুকেতে ঘুমাও তুমি লিরিক্স – সজিব শান
কার বুকেতে ঘুমাও তুমি
কার ঘরে দাও আলো
কোন কারনে এই জীবনটা
করছো এলোমেলো (২বার)
বলোনা ও পাষানী একটি বার বলো
কোন কারনে এই জীবনটা
করছো এলোমেলো (২বার)
আমি তো তোমার প্রেমে
অন্ধ হয়ে ছিলাম
ভালোবেসে তাই তো তোমায়
ষোল আনাই দিলাম
ও আমি তো তোমার প্রেমে
অন্ধ হয়ে ছিলাম
ভালোবেসে তাই তো তোমায়
ষোল আনাই দিলাম
বলোনা ও পাষানী একটি বার বলো
কোন কারনে এই জীবনটা
করছো এলোমেলো (২বার)
এত ভালোবেসেও তোমায়
পাইলাম না তো মন
আমার সাথে করে গেলে
শুধুই প্রহসন
ও এত ভালোবেসেও তোমায়
পাইলাম না তো মন
আমার সাথে করে গেলে
শুধুই প্রহসন
বলোনা ও পাষানী একটি বার বলো
কোন কারনে এই জীবনটা
করছো এলোমেলো (২বার)
কার বুকেতে ঘুমাও তুমি
কার ঘরে দাও আলো
কোন কারনে এই জীবনটা
করছো এলোমেলো
বলোনা ও পাষানী একটি বার বলো
কোন কারনে এই জীবনটা
করছো এলোমেলো (২বার)
Kar Bukete Ghumao Tumi Lyrics By Sojib Shan
kar bukete ghumao tumi
kar gjore dao alo
kon karone ei jibon ta
korcho elomelo (x2)
bolona o pashani bekoti bar bolo
kon karone eijibon ta
korcho elomelo (x2)
ami to tomar preme
ondho hoye chilam
valobese tai to tomay
sholo anai dilam
bolona o pashani bekoti bar bolo
kon karone eijibon ta
korcho elomelo (x2)