Kawthar Kawtha Lyrics (কথার কথা) By Iman Chakraborty

Kawthar Kawtha Lyrics (কথার কথা) By Iman Chakraborty | Rawkto Rawhoshyo
কথার কথা – Kawthar Kawtha Bangla Song Lyrics. This song Singing by Iman Chakraborty & Music Composed by Nabarun Bose. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Surinder Films” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Kawthar Kawtha – কথার কথা
Movie : Rawkto Rawhoshyo
Singer : Iman Chakraborty
Music : Nabarun Bose
Lyrics : Soukarya Ghosal
Mixing & Mastering : Anindit Roy
কথার কথা লিরিক্সঃ
কথার কথা নাই বলা হোক (২বার)
কথার ওজন বড্ড বেশি
কথার ওজন বড্ড বেশি,
কথার ভারেই ভিজছে চোখ
কথার কথা নাই বলা হোক (২বার)
মন সারাতে গিয়ে
রোজ ভোগে কেউ আমির জ্বরে,
অপমান জমিয়ে আগল দিল প্রেমের ঘরে
তাও ঢুকেছে সিঁধেল শোক
সে সব না হয় নাই বলা হোক,
কথার কথা নাই বলা হোক।
কথার পরে চুপ
ভিজে শিশির পড়া টুপ,
শুনবো বলে চোখের জলকে
সমলিয়েছি খুব,
ঠোঁট নেড়েছি যেই
কথা লাগাম ছড়াতেই,
কে যেন ঠিক রাস টেনেছে
মনের পাড়াতেই,
তুমি শোনো
আমরা কেবল কথার বাহক,
একটু কথা কম বলা হোক।
Kawthar Kawtha Lyrics By Iman Chakraborty
Kothar kotha nai bola hokh (2x)
Kothar ojno boddo beshi
Kothar bharei bhijche chokh
Kothar kotha nai bola hokh (2x)
Taao dhukche sidhel shokh
Se sob na hoy nai bola hokh
Kothar kotha nai bola hokh