Bengali Lyrics

Khoma Kore Dilam Tomay Lyrics (ক্ষমা করে দিলাম তোমায়) By Keshab Dey

Khoma Kore Dilam Tomay Lyrics

Khoma Kore Dilam Tomay Lyrics (ক্ষমা করে দিলাম তোমায়) By Keshab Dey

ক্ষমা করে দিলাম তোমায় – Khoma Kore Dilam Tomay Bangla Song Lyrics. This song Singing by Keshab Dey. Music Composed by TR Production Studio. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Keshab Dey youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Khoma Kore Dilam Tomay – ক্ষমা করে দিলাম তোমায়
Vocal & Music : Keshab Dey
Lyrics : Badal
Arrangement : Anindya B
Mix & Mastering : TR Production Studio

ক্ষমা করে দিলাম তোমায় লিরিক্সঃ

সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়

তার নিত্য নতুন বায়না
আমি রোজ ফুরিয়ে দিতাম
যদি ওই দুই চোখে ডাকতো সে আমায়

তবু আড়াল করে কষ্ট
আমি হাসির মাঝে বলবো
নাও ক্ষমা করে দিলাম আমি তোমায়

আমি তোমায়
সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়

সাজানো দিন গুলো বেলাশেষে
সন্ধ্যে হয়ে ডুবে যায়,
আমার দু’চোখ ভেজে ভালোবাসা
অন্যের সুখে হেসে যায়

তবু তোমার দেওয়া ডাকনাম
সাথে নিয়ে তোমার বদনাম
আজ ক্ষমা করে দিলাম আমি তোমায়
আমি তোমায়
সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়

ফেলে আসা সব স্মৃতি গুলো
আজও তার কথা বলে যায়
মনের ঘরে যত রাগ অভিমান
আমি সব ভুলে তাকে চাই

তবু আড়াল করে কষ্ট
আমি হাসির মাঝে বলবো
নাও ক্ষমা করে দিলাম আমি তোমায়
আমি তোমায়

সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়

তার নিত্য নতুন বায়না
আমি রোজ ফুরিয়ে দিতাম
যদি ওই দুই চোখে ডাকতো সে আমায়

Khoma Kore Dilam Tomay Lyrics By Keshab Dey

Se toh icche holei parto
Ek sondhey sathe thakte
Keno mukh firiye chollo ojanay

Tar nittyo notun bayna
Ami rooj furiye ditam
Jodi oi duchokhe dakto se amay

Tobu aral kore kosto
Ami hasir majhe bolbo
Nao khoma kore dilam ami tomay
Ami tomay.

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button