Protarok Lyrics (প্রতারক) By Asif Akbar | Pradip Saha

Protarok Lyrics (প্রতারক) By Asif Akbar | Pradip Saha
প্রতারক – Protarok Bangla Song Lyrics. This song Singing by Asif Akbar. Music Composed by Sangeeta. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Sangeeta Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Protarok – প্রতারক
Singer: Asif Akbar
Lyric: Pradip Saha
Tune: Rajesh
Label: Sangeeta
প্রতারক লিরিক্সঃ
তুমি ভেঙে চুরে চুরমার করে দিলে মন
তিলে তিলে নিঃস্ব করেছো জীবন
ভালোবেসে প্রতিদান দিয়েছো জ্বালা
এ কেমন তোমার প্রেমের খেলা
হাসিমুখে ছলনার ফাঁদ পেতেছো
ব্যথার অগ্নিতীর বুকে জ্বেলেছো
প্রতারক, তুমি প্রতারণা করে করে
বেঁধে রেখেছো আমায় কষ্টের কারাগারে (২ বার)
বিশ্বাসে হয় প্রেম, প্রবঞ্চনা তে নয়
তোমাকে করে বিশ্বাস,
জীবন হলো দুঃখময় (২ বার)
হাসিমুখে ছলনার ফাঁদ পেতেছো
ব্যথার অগ্নিতীর বুকে জ্বেলেছো
প্রতারক, তুমি প্রতারণা করে করে
বেঁধে রেখেছো আমায় কষ্টের কারাগারে (২ বার)
অন্তরে নেই সুখ, আছে দুচোখে জল
তোমাকে ভালোবেসে আজ, হলাম শুধু যে বিফল (২ বার)
হোও হাসিমুখে ছলনার ফাঁদ পেতেছো
ব্যথার অগ্নিতীর বুকে জ্বেলেছো
প্রতারক, তুমি প্রতারণা করে করে
বেঁধে রেখেছো আমায় কষ্টের কারাগারে (২ বার)
তুমি ভেঙে চুরে চুরমার করে দিলে মন
তিলে তিলে নিঃস্ব করেছো জীবনচ
ভালোবেসে প্রতিদান দিয়েছো জ্বালা
এ কেমন তোমার প্রেমের খেলা
হাসিমুখে ছলনার ফাঁদ পেতেছো
ব্যথার অগ্নিতীর বুকে জ্বেলেছো
প্রতারক, তুমি প্রতারণা করে করে
বেঁধে রেখেছো আমায় কষ্টের কারাগারে (২ বার)
Protarok Lyrics By Asif Akbar
Tumi venge chure churmar kore dile mon
Tile tile nisso korecho jibon
Valobese protidan diyecho jala
A kemon tomar premer khela
Hasi mukhe cholonar fad petecho
Bethar ognitir buke jelecho
Pratarok tumi protarona kore kore
Bedhe rekhecho amay koster karagare