Khub Adore Lyrics (খুব আদরে) By Arfin Rumey & Atiya Anisha

Khub Adore Lyrics (খুব আদরে) By Arfin Rumey & Atiya Anisha
খুব আদরে – Khub Adore Bangla Song Lyrics. This song Singing by Arfin Rumey & Atiya Anisha. Music Composed by Arfin Rumey. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CD Choice” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Khub Adore – খুব আদরে
Singer : Arfin Rumey & Atiya Anisha
Lyric : Robiul islam Jibon
Tune & Music : Arfin Rumey
Album : Khub Adore
Label : CD Choice
খুব আদরে লিরিক্সঃ
সারাজীবন আমি শুধু
তোমার হয়ে থাকতে চাই
মনের ঘরে, যতন করে
তোমায় ধরে রাখতে চাই
ইচ্ছে হলেই খুব আদরে
তোমায় কাছে ডাকতে চাই
ভালোবাসার রং তুলিতে
তোমাকে রোজ রোজ আঁকতে চাই। (২ বার)
সকাল দুপুর রাত্রি গুলো,
চাইছি তোমায় দিতে
ওই দু’হাতে দু’হাত রেখে,
সুখের নিঃস্বাস নিতে
চোখ টা খুলে বারে বারে
তোমারি মুখ দেখতে চাই।
ইচ্ছে হলেই খুব আদরে
তোমায় কাছে ডাকতে চাই
ভালোবাসার রং তুলিতে
তোমাকে রোজ রোজ আঁকতে চাই। (২ বার)
আমার খেয়াল, খুশি গুলো,
সাজাই তোমায় নিয়ে হায়
ভালোবাসি বেসে যাবো
মনের সবটা দিয়ে
চোখটা খুলে বারে বারে,
তোমারি মুখ দেখতে চাই।
ইচ্ছে হলেই খুব আদরে
তোমায় কাছে ডাকতে চাই
ভালোবাসার রং তুলিতে
তোমাকেই রোজ রোজ আঁকতে চাই।। (২ বার)
Khub Adore Lyrics By Arfin Rumey & Atiya Anisha
Sarajibon ami sudhu
Tomar hoye thakte cai
Moner ghore, joton kore
Tomai dhore rakte cai
Icche holei khub adore
Tomay kache dakte cai
Bhalobasar rong tulite
Tomake roj roj akte cai
Sakal dupur ratrigulo
Caichi tomay dite
Oi duhaate duhaat rekhe,
Sukher nihasas nite
Cokhta khule bare bar
Tomari mukh dekte cai
Amar kheyal, khusi gulo
Sajai tomay niye hay
Bhalobasi bese jabo
Cokhta khule bare bar
Tomari mukh dekte cai.