Chap Nai Lyrics (চাপ নাই) By Tabib Mahmud & Rana GullyBoy

Chap Nai Lyrics (চাপ নাই) By Tabib Mahmud & Rana GullyBoy
চাপ নাই – Chap Nai Bangla Song Lyrics. This song Singing by Tabib Mahmud & Rana GullyBoy. Music Composed by Subhro Raha. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Tabib Mahmud” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Chap Nai – চাপ নাই
Singer : Tabib Mahmud & Rana GullyBoy
Lyrics : Tabib Mahmud
Music : Subhro Raha
Label : Tabib Mahmud
চাপ নাই লিরিক্সঃ
এই আমি রানা গাল্লি বয়, থাকি চুপচাপ
আমি ভাঙ্গা লাঠি দিয়া মারি বড় বড় সাপ
এটা কামরাঙ্গির চর, টেম্পারেচার বেশি আছে
১০৪ ডিগ্রি জ্বর, ঢাকা কাপে থর থর
লাগে এক বলে ছয় রান
মাঠে সাকিব আল হাসান
আরে জয় পরাজয়ের
মাঝে এক বল ব্যবধান
পুরা গ্যালারির চাপ
আর আমি চাপের বাপ
বিশাল ছক্কা মাইরা দিছি
মাইপা সব খাপে খাপ
খুশি শুভ্র ভাই
নিলো নেতা নেতা ভাব
নিচে হাফ প্যান্ট পরা
মুখে পাইপ হাতে ডাব
আবার মুখ দিয়ে বিট মারে
মাঝে মাঝে দম ছাড়ে
উস্তাদ চাপ খাইয়া বাপ ডাকে
হিপহপ সং ছাড়ে
টিকা বড় টাফ
করেনা কেউ কাউরে মাফ
আবার চেকিং দিয়ে ফাইভস্টারে
টয়লেট করে সাফ
পুরা জীবন কাপ যাপ
মুখে ফ্যাক ফ্যাক হাসি
আরে চাপ নাই ভায়া
আমি তোরে ভালোবাসি
চাপ নাই, নাই, নাই চাপ
তোমরা যারে চাপ কও
আমি তার বাপ
চাপ নাই, নাই, নাই চাপ
তোমরা যারে চাপ কও
আমি তার বাপ (২ বার)
আকাশ ভরা তাঁরা
আমার চাঁদ বাগানে বাঁশ
নদীর বাধ ভাইঙ্গা কুমির ঢুইকা
গলায় দিছে ফাস
সে কি মহা সর্বনাশ
অল্প বিদ্যা ভয়ংকারী
অহংকারী দাস
সাথে জ্ঞানই হইছে ত্রাস
আরে চোরের মার বড় গলা
গৃহস্তের একদিন
আধুনিক পোলাপান
গুলাই ফেলছে রাত দিন
রুটির উপর সবজি দিয়া
নাম দিছে পিজ্জা
গরমে আরামে শরমে ভুইলা
বয়ে বয়ে পড়ছে লজ্জা
ধর তকতা মার পেরেক
বুঝা বড় টাফ
ভালোবাসা চাইলাম ফুল
তুমি দিলা আমায় হাফ
আমার হাসি খুশি মুখ
তবু বাশি হয়না মন
তাই চাপে খেলি ভালো
ভুলি কালো আবরন
আরে নাম যার চাপ নাই
তার চাপ সিমাহীন
চামের উপর বামে যাইয়া
চাপ খাইছে আলাদিন
চেরাগ হাতে ধরায় দিয়া
দৈত্য মামা হাওয়া হই
চাপ নাই পেরা নাই
চাপ নাই ভায়া
লবন ছাড়া রোস্ট
ফেসবুকে ছোট কইরা
ছবি দিছে পোস্ট
যার ক্যাপশন নাই
আমার অভিধানে চাপ নেয়ার
অপশন নাই
ভাইকে বিশ্বাস করলে কোন
টেনশন নাই
আরে লবন ছাড়া রোস্ট
ফেসবুকে ছোট কইরা
ছবি দিছে পোস্ট
যার ক্যাপশন নাই
আমার অভিধানে চাপ নেয়ার
অপশন নাই
আরে নাই নাই নাই
কোন টেনশন নাই
চাপ নাই, নাই, নাই চাপ
তোমরা যারে চাপ কও
আমি তার বাপ
চাপ নাই, নাই, নাই চাপ
তোমরা যারে চাপ কও
আমি তার বাপ (২ বার)
Chap Nai Lyrics By Tabib Mahmud & Rana GullyBoy
Ei ami rana gally boy
Thaki chup chap
Ami bhanga lathi dia
Mari boro boro shap
Eta kam rangir chor
Temparecher beshi ache
Char digri jor dhaka
Kape thor thor
Lage ek bole choy ran
Mathe sakibal hasan
Are joy porajoyer
Majhe eto bebodhan
Pura galeyrir chap
Ar ami chaper bap
Bishal cokka mayra dichi
Maypa sob khape khap
Khusi shuvro vai
Nilo neta neta vab
Niche haf prant pora
Mukhe paip hate dab
Abar mukh diye bit mare
Majhe majhe dom chare
Ustad chap khaiya bap dake
Hiphop song chara
Tika boro taf
Kore na keu kaure maf