Maya Lage Lyrics (মায়া লাগে) By Salman Jaim & Rodoshi Isfar Fatemi

Maya Lage Lyrics (মায়া লাগে) By Salman Jaim & Rodoshi Isfar Fatemi
মায়া লাগে – Maya Lage Bangla Song Lyrics. This song Singing by Salman Jaim & Rodoshi Isfar Fatemi. Music Composed by Salman Jaim & Mehedi Hassan Tamjid. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Sultan Entertainment” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Maya Lage – মায়া লাগে
Singer: Salman Jaim & Rodoshi Isfar Fatemi
Lyric,Tune: Mehedi Hassan Tamjid
Music: Salman Jaim & Mehedi Hassan Tamjid
Mix & Master: Salman Jaim
Drama: Ura Dhura Valobasha
Label: Sultan Entertainment
মায়া লাগে লিরিক্সঃ
এরকম কখনো হয়নি তো আগে
তার জন্যে কেমন যেন মায়া লাগে
এ মন থেকে বলছি আমি
তুমি আমার সবচেয়ে দামি
তাইতো আমি তোমার পথে
বারে বার থামি
শোনো শোনো আমি তোমাকে চাই
তোমার ভেতর হারিয়ে যাই
খুব ভালো লাগে, খুব ভালো লাগে
যদি পাশে থাকো তুমি
তোমার আমার এই প্রেম কাহিনী
হাজার বছরেও শেষ হবে না জানি
খুব সকালে ঘুম ভেঙে গেলে
আমাকে পাশে পাবে তুমি (২ বার)
তুমি দু’চোখ জুড়ে থাকো
আড়াল হলেও আমায় পাশে রাখো
যেও না তুমি আমায় ছেড়ে
আমায় ধরে রাখো
তোমার আমার এই প্রেম কাহিনী
হাজার বছরেও শেষ হবে না জানি
খুব সকালে ঘুম ভেঙে গেলে
আমাকে পাশে পাবে তুমি (২ বার)
তোমার আমার এই প্রেম কাহিনী
হাজার বছরেও শেষ হবে না জানি
খুব সকালে ঘুম ভেঙে গেলে
আমাকে পাশে পাবে তুমি
Maya Lage Lyrics By Salman Jaim & Rodoshi Isfar Fatemi
Erokom kokhono hoyni to age
Tar jonne kemon jeno maya lage
E mon theke bolchi ami
Tumi amar sob cheye dami
Taito ami tomar pothe
Barebar thami
Shono SHono ami tomake chai
Tomar vetor hariye jai
Khub valo lage, khub valo lage
Jodi pashe thako tumi
Tomar amar ei prem kahini
Hajar bochoreo shesh hobe na jani
Khub sokale ghum venge gele
Amake pashe pabe tumi