Bengali Lyrics

Mayar Badhon Lyrics (প্রিয়া তুমি চইলা গেছো আমায়) By Shariar Rony

Mayar Badhon Lyrics

Mayar Badhon Lyrics (প্রিয়া তুমি চইলা গেছো আমায় করে একা) By Shariar Rony

মায়ার বাধন – Mayar Badhon Bangla Song Lyrics. This song Singing by Shariar Rony. Music Composed by AR & Roy. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “KamruL Media” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Mayar Badhon – মায়ার বাধন
Vocal & Tune : Shariar Rony
Lyrics : Ahsan Almas
Music : AR & Roy
Label : KamruL Media

প্রিয়া তুমি চইলা গেছো আমায় করে একা লিরিক্সঃ

দুই চোখেতে ভাসে আজো
বাড়ে বুকের কাপন
তোমার লাশটা করেছিলাম
নিজের হাতে দাফন (২ বার)

মায়ার বাঁধন ছিন্ন করে
চইলা গেলা তুমি
চোখের পানি শুকিয়ে
গেছে বুকের মরুভূমি

প্রিয়া তুমি চইলা গেছ
আমায় করে একা
আর কোনদিন হবেনা তো
তোমার আমার দেখা (২ বার)

মন পিঞ্জিরায় তুমি ছিলা
সুখের একটা পাখি
আর হবেনা তোমার
সাথে মধুর মাখামাখি

ও মন পিঞ্জিরায় তুমি ছিলা
সুখের একটা পাখি
আর হবেনা তোমার
সাথে মধুর মাখামাখি

কেমন আছো কবরে
দেখব এক নজরে
সবই জেন রাতের মত
অন্ধকারে ঢাকা

প্রিয়া তুমি চইলা গেছ
আমায় করে একা
আর কোনদিন হবেনা তো
তোমার আমার দেখা (২ বার)

সাদা শাড়ি পইড়া তুমি
নিলা চিরবিদায় চিরবিদায়
লাল শাড়িটা স্মৃতি হইয়া
আজো আমায় কাঁদায়

ও সাদা শাড়ি পইড়া তুমি
নিলা চিরবিদায় চিরবিদায়
লাল শাড়িটা স্মৃতি হইয়া
আজো আমায় কাঁদায়

বাড়ে শুধু বুকের ব্যাথা
ভাইবা তোমার কথা
তুমি ছাড়া এই জীবনে
যায়না রে আর থাকা

প্রিয়া তুমি চইলা গেছ
আমায় করে একা
আর কোনদিন হবেনা তো
তোমার আমার দেখা (২ বার)

দুই চোখেতে ভাসে আজো
বাড়ে বুকের কাপন
তোমার লাশটা করেছিলাম
নিজের হাতে দাফন (২ বার)

মায়ার বাঁধন ছিন্ন করে
চইলা গেলা তুমি
চোখের পানি শুকিয়ে
গেছে বুকের মরুভূমি

প্রিয়া তুমি চইলা গেছ
আমায় করে একা
আর কোনদিন হবেনা তো
তোমার আমার দেখা (৩ বার)

Mayar Badhon Lyrics By Shariar Rony

Dui chokhete vase ajo
Bare buker kapon
Tomar lashta korechilam
Nijer hate dafon
Mayar badhon chinno kore
Choila gela tumi
Chokher pani shukiye
Geche buker moruvumi
Priya tumi choila gecho
Amay kore eka
Ar konodin hobe na to
Tomar amar dekha

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button