Mon Bhalo Hok Lyrics (মন ভালো হক) By Aupee Karim | Afran Nisho

Mon Bhalo Hok Lyrics (মন ভালো হক) By Aupee Karim | Afran Nisho & Safa Kabir
মন ভালো হক – Mon Bhalo Hok Bangla Song Lyrics. This song Singing by Elita Karim. Music Composed by Ekram Wasi. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Live Tech” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Mon Bhalo Hok – মন ভালো হক
Singer: Elita Karim
Lyrics: Vashkar Abedin
Composition: Ekram Wasi & Zakir Hossain
Tune: Pritom Arefin
Mixing & Mastering: Ekram Wasi
Music Label : Live Tech
মন ভালো হক লিরিক্স – করিম
মন ভালো হোক হোক অভিমান
বাজো কানে নীল বেদনার সুখ ভেঙ্গে
ফেলে দাও প্রানের বন্দিশালা
উজাড় করে বলতে সকল কথা হৃদয়ের
বন্ধ কোপ আগলে লে খোলো
নিজের এক ছোট্টো জানালা
হৃদয়ের বন্ধ কোপ আগলে লে
খোলো নিজের এক ছোট্টো জানালা
একটা জানালা থাকুক
তোমার ভীষণ আপনজন
যখন ইচ্ছে তখন খুলে
হিয়ে দেখৌ কে আপন
একটা জানালা থাকুক তোমার
ভীষণ আপনজন
যখন ইচ্ছে তখন খুলে
হিয়ে দেখৌ কে আপন
জানালার কাছে উজাড় করে
জানাও তোমার সকল অভিযোগ
অথবা শোনাও সুখের অনুভুতি
জানালার অন্ধকারে ইচ্ছে মত
আঁকতে পারো রোদেলা
দুপুর পূর্ণ চাঁদের আলো
আঁকতে পারো রোদেলা
দুপুর পূর্ণ চাঁদের আলো
একটা জানালা থাকুক
তোমার ভীষণ আপনজন
যখন ইচ্ছে তখন খুলে
হিয়ে দেখৌ কে আপন
একটা জানালা থাকুক
তোমার ভীষণ আপনজন
যখন ইচ্ছে তখন খুলে
হিয়ে দেখৌ কে আপন
Mon Bhalo Hok Lyrics By Aupee Karim
Mon valo hok hok oviman
Bajo kane nil bedonar sukh venge
Fele dao praner bondishala
Ujar kore bolote sokol kotha hrridoyer bondh kop agole khola
Nijer ek chotoo janala
hrridoyer bondh kop agole khola
Nijer ek chotoo janala
Ekta janala thakuk
Tomar vison aponjon
Jhokhon icche tokhon khule
Hiye dekho ke apon