Mon Chutey Jay Lyrics (মন ছুটে যায়) By Imran & Konal

Mon Chutey Jay Lyrics (মন ছুটে যায়) By Imran & Konal
মন ছুটে যায় – Mon Chutey Jay Bangla Song Lyrics. This song Singing by Imran & Konal. Music Composed by Imran. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Rosogolla” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Mon Chutey Jay – মন ছুটে যায়
Singer : Imran & Konal
Lyrics : Robiul Islam Jibon
Tune & Music : Imran
Powered By : DIGITAL SOLUTION
মন ছুটে যায় লিরিক্সঃ
মন ছুটে যায়, তোরই পাড়ায়
হতে চায় মুখোমুখি (২ বার)
রোজ ইশারায়, থাকি পাহারায়
দিয়ে যায় উঁকিঝুঁকি
অবুজ চাওয়াতে
উড়ছি তোরই হওয়াতে
তোরে ছাড়া হবোনা যে সুখী
মন ছুটে যায়, তোরই পাড়ায়
হতে চায় মুখোমুখি
রোজ ইশারায়, থাকি পাহারায়
দিয়ে যায় উঁকিঝুঁকি
তুই মিশে আমার সব গল্প-কথায়
বলি কেমন করে আজ অল্প-কথায় (২ বার)
অবুজ চাওয়াতে, উড়ছি তোরই হওয়াতে
তোরে ছাড়া হবোনা যে সুখী
ও মন ছুটে যায়, তোরই পাড়ায়
হতে চায় মুখোমুখি,
রোজ ইশারায়, থাকি পাহারায়
দিয়ে যায় উঁকিঝুঁকি
দিন-রাত্রি কাটে তোর জল্পনাতে
আর নেই তো কিছু এই কল্পনাতে (২ বার)
অবুজ চাওয়াতে, উড়ছি তোরই হওয়াতে
তোরে ছাড়া হবোনা যে সুখী
মন ছুটে যায়, তোরই পাড়ায়
হতে চায় মুখোমুখি
রোজ ইশারায়, থাকি পাহারায়
দিয়ে যায় উঁকিঝুঁকি
Mon Chutey Jay Lyrics By Imran & Konal
Mon chute jaay tori paray
Hote chaay mukhomukhi
Roj isharay thaki paharay
Diye jaay unkijhuki
Abuj chaowate urchi tori hawate
Tore chara hobona je sukhi
Tui mishe amar sob golpo kothay
Boli kemon kore aaj olpo kothay
Din raatri kaate tor jolponate
Ar nei to kichu ei kolponate