Moner Akashe Lyrics (মনের আকাশে) By Kazi Shuvo

Moner Akashe Lyrics (মনের আকাশে) By Kazi Shuvo
মনের আকাশে – Moner Akashe Bangla Song Lyrics. This song Singing by Kazi Shuvo. Music Composed by Rakib Musabbir. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Laser Vision” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Moner Akashe – মনের আকাশে
Singer: Kazi Shuvo
Lyric: Robiul Islam Jibon
Music & Tune: Rakib Musabbir
Album: Jani Tumi
Label: Laser vision
মনের আকাশে লিরিক্সঃ
মনের আকাশে চন্দ্র হয়ে ঝরাও তুমি জোছনা
চোখের অধরে স্বপ্ন ছুয়ে সাজাও আমার ভাবোনা।
ভালোবাসা দিলাম তোমায় শোনগো প্রাণও প্রিয়
হৃদয় ভোরে নিয়ো তুমি আমায় শুধু একটু দিও
মনের আকাশে চন্দ্র হয়ে ঝরাও তুমি জোছনা
চোখের অধরে স্বপ্ন ছুয়ে সাজাও আমার ভাবোনা।
চাওয়া পাওয়ার সবটা জুড়ে তুমিতো শুধু আছো মিশে
সুখেরই দোলায় ভাসতে তোমায় সারাটা জনম চায় যে কাছে
এসোনা দুজনে এই লগনে আবেগে মেলি ডানা।
মনের আকাশে চন্দ্র হয়ে ঝরাও তুমি জোছনা
চোখের অধরে স্বপ্ন ছুয়ে সাজাও আমার ভাবোনা।
যখনি তোমার মুখটা দেখি পৃথিবী আমি যাইযে ভুলে
যতন করে রাখি তোমায় অনুভবেরই ছায়াতলে
তোমাকে ছাড়া নেইতো আমার অন্য কোন ঠিকানা।
মনের আকাশে চন্দ্র হয়ে ঝরাও তুমি জোছনা
চোখের অধরে স্বপ্ন ছুয়ে সাজাও আমার ভাবোনা।
ভালোবাসা দিলাম তোমায় শোনগো প্রাণও প্রিয়
হৃদয় ভোরে নিয়ো তুমি আমায় শুধু একটু দিও
মনের আকাশে চন্দ্র হয়ে ঝরাও তুমি জোছনা
চোখের অধরে স্বপ্ন ছুয়ে সাজাও আমার ভাবোনা।।
Moner Akashe Lyrics By Kazi Shuvo
Moner akashe candro hoye jhorao tumi jochona
cokher adhore shopno chuye sajao amar bhabona
bhalobasa dilam tomay sonogo prano priyo
hridoy bhore niyo tumi amay sudhu ektu dio
Moner akashe candro hoye jhorao tumi jochona
cokher adhore shopno chuye sajao amar bhabona