Bengali Lyrics

Nishiddho Nesha Lyrics (নিষিদ্ধ নেশা) By Murad Bibagi

Nishiddho Nesha Lyrics

Nishiddho Nesha Lyrics (নিষিদ্ধ নেশা) By Murad Bibagi

নিষিদ্ধ নেশা – Nishiddho Nesha Bangla Song Lyrics. This song Singing by Murad Hossain. Music Composed by Ah Turjo. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Samsul Official Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Nishiddho Nesha – নিষিদ্ধ নেশা
Singer : Murad Hossain
Lyrics & Tune : Murad Hossain
Music & Mix Master : Ah Turjo
Label : Samsul Official

নিষিদ্ধ নেশা লিরিক্সঃ

হাত বাড়িয়ে রই চাটা একটু হলেই ছুই
নিষিদ্ধ সব নেশা যখন বুক পকেট এ থুই
হাতের ওপরে হাত বার সে গভীর রাত
উড়িয়ে দেয়া ধোয়ার সাথে ওড়ার ভিশন সাদ (২ বার)

আমি টানে টানে হয় উম্মাত
আমি গিলে গিলে হয় বরবাদ
আমি উড়ে যাবো পুড়ে যাবো
সব শেষে আমি মরে যাবো
যদি নেশার কোনো অপবাদ (২ বার)

আকাশে জেগে থাকা সব তারা
বসে দেয় আমি পাহারা
তারা গুনে গুনে পাগল টা
হয় খুশিতে আত্ম হারা

আজ তুমি নেই আর এই মনে
ব্যাথা জমসে গোপনে
কথা দেয়ার সেরা তে হাত
ধরে পালিয়ে সো কার শোনে

তুমি ভুলে গেসো কি গত হওয়া যত
আমাদের শত রাত (২ বার)

আমি টানে টানে হয় উম্মাত
আমি গিলে গিলে হয় বরবাদ
আমি উড়ে যাবো পুড়ে যাবো
সব শেষে আমি মরে যাবো
যদি নেশার কোনো অপবাদ (২ বার)

জলের তলে চাঁদ
দেখি অবাক বোকা রাত
কিছু বুজতে না পেরে
করে অন্ধকার গলাট (২ বার)

আমি টানে টানে হয় উম্মাত
আমি গিলে গিলে হয় বরবাদ
আমি উড়ে যাবো পুড়ে যাবো
সব শেষে আমি মরে যাবো
যদি নেশার কোনো অপবাদ (২ বার)

হাত বাড়িয়ে রই চাটা একটু হলেই ছুই
নিষিদ্ধ সব নেশা যখন বুক পকেট এ থুই
হাতের ওপরে হাত বার সে গভীর রাত
উড়িয়ে দেয়া ধোয়ার সাথে ওড়ার ভিশন সাদ (২ বার)

আমি টানে টানে হয় উম্মাত
আমি গিলে গিলে হয় বরবাদ
আমি উড়ে যাবো পুড়ে যাবো
সব শেষে আমি মরে যাবো
যদি নেশার কোনো অপবাদ (৩ বার)

Nishiddho Nesha Lyrics By Murad Bibagi

Hat bariye roi chata ektu holei chui
Nishiddho sob nesha jokhon buk pokete a thui
Hater opore hat bar se govir rat
Uriye dewa dewa dhowar sathe orar vishon sad
Ami tane tane hoy ummad
Ami gile gile hoy borbad
Ami ure jebo pure jabo
Sob seshe ami more jabo
Jodi neshar kono opobad

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button