Tumio Bujlena Lyrics (তুমিও বুঝলেনা) By Atif Ahmed Niloy

Tumio Bujlena Lyrics (তুমিও বুঝলেনা) By Atif Ahmed Niloy
তুমিও বুঝলেনা – Tumio Bujlena Bangla Song Lyrics. This song Singing by Atif Ahmed Niloy & Music Composed by AH Turjo. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “KamruL Media” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Tumio Bujlena – তুমিও বুঝলেনা
Singer: Atif Ahmed Niloy
Lyrics & Tune: Gulish Ahmed
Music: AH Turjo
Label: KamruL Media
তুমিও বুঝলেনা লিরিক্স – আতিফ আহমেদ নিলয়
নিস্ব এ জীবন
শুধু তুই ছিলি আপন (২ বার)
কেন আমাকে গেলি ছাড়ি
সত্যি বলছি তুই বিহনে আমি
প্রেমের ভিখারী (২ বার)
কপালে নেই তো সুখ লেখা
তুমিও বুঝলে না
ঘুরলো না তো ভাগ্যের চাকা
দিয়ে যায় শুধু লাঞ্ছনা (২ বার)
দুঃখের সাগরে নেই কোন সুখ
নেই কোন আশার তরী
সত্যি বলছি তুই বিহনে আমি
তুই বিহনে আমি প্রেমের ভিখারী (২ বার)
পোরা মুখটা দেখাতে চায় না আর কাউকে
দুচোখে অশ্রু ঝরে আমার
মরি তোর প্রেমানলে (২ বার)
দুঃখের সাগরে নেই কোন সুখ
নেই কোন আশার তরী
সত্যি বলছি তুই বিহনে আমি
তুই বিহনে আমি প্রেমের ভিখারী
সত্যি বলছি তুই বিহনে আমি
প্রেমের ভিখারী
নিস্ব এ জীবন
শুধু তুই ছিলি আপন (২ বার)
কেন আমাকে গেলি ছাড়ি
সত্যি বলছি তুই বিহনে আমি
প্রেমের ভিখারী (২ বার)
Tumio Bujlena Lyrics By Atif Ahmed Niloy
Nisso e jibon
Shudhu tui chili apon (2)
Keno amake geli chari
Sotti bolchi tui bihone ami
Premer vikhari (2)
Kopale nei to sukh lekha
Nei kono ashar tori
Sotti bolchi tui bihone ami
Premer vikhari (2)