Poraner Poran Lyrics (পরানের পরান রে তুই) By F A Sumon & Nancy

Poraner Poran Lyrics (পরানের পরান রে তুই) By F A Sumon & Nancy
পরানের পরান রে তুই – Poraner Poran Bangla Song Lyrics. This song Singing by F A Sumon & Nancy. Music Composed by Mushfiq Litu. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Soundtek” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Poraner Poran – পরানের পরান রে তুই
Singer: F A Sumon & Nancy
Lyrics: Ahmed Risvy
Tune: Nazir Mahmud
Compose: Mushfiq Litu
Label: Soundtek
পরানের পরান রে তুই লিরিক্সঃ
পরাণের পরাণরে তুই
তুইতো আমার সব
তোরে ছাড়া একটা দিনও
বাঁচা অসম্ভব (২ বার)
করলি আমায় কি যাদু রে
এত ভালোবাসি তোরে
হৃদয় জুড়ে তোরই অনুভব
পরাণের পরাণরে তুই
তুইতো আমার সব
তোরে ছাড়া একটা দিনও
বাঁচা অসম্ভব
তোর মায়াতে বিভোর থাকি
সকাল দুপুর রাত
মনের ঘরে রাখবো তোরে
বাড়িয়ে দিলাম হাত (২ বার)
করলি আমায় কি যাদু রে
এত ভালোবাসি তোরে
হৃদয় জুড়ে তোরই অনুভব
পরাণের পরাণরে তুই
তুইতো আমার সব
তোরে ছাড়া একটা দিনো
বাঁচা অসম্ভব
তুই যে আমার চোখের মণি
আমার অবুঝ মন
এই হৃদয়ের অন্তঃপুরে
তোরই বিচরণ (২ বার)
করলি আমায় কি যাদু রে
এত ভালোবাসি তোরে
হৃদয় জুড়ে তোরই অনুভব
পরাণের পরাণরে তুই
তুইতো আমার সব
তোরে ছাড়া একটা দিনো
বাঁচা অসম্ভব (২ বার)
করলি আমায় কি যাদু রে
এত ভালোবাসি তোরে
হৃদয় জুড়ে তোরই অনুভব
পরাণের পরাণরে তুই
তুইতো আমার সব
তোরে ছাড়া একটা দিনো
বাঁচা অসম্ভব
Poraner Poran Lyrics By F A Sumon & Nancy
Poraner poran re tui
Tui to amar sob
Tore chara ekta din o
Bacha osomvob
Korli amay ki jadu re
Ato valobashi tore
Hridoy jure tori onuvob
Tor mayate bivor thaki
Sokal dupur rat
Moner ghore rakhbo tore
Bariye dilam hat