Parini Bhulte Tokey Lyrics (পারিনি ভুলতে তোকে) By Imran Mahmudul

Parini Bhulte Tokey Lyrics (পারিনি ভুলতে তোকে) By Imran Mahmudul
পারিনি ভুলতে তোকে – Parini Bhulte Tokey Bangla Song Lyrics. This song Singing by Imran Mahmudul. Music Composed by Musfiq Litu. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Soundtek” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Parini Bhulte Tokey – পারিনি ভুলতে তোকে
Singer: Imran Mahmudul
Lyrics: Ahmed Risvy
Tune: Avi Akash
Music: Musfiq Litu
Label: Soundtek
পারিনি ভুলতে তোকে লিরিক্সঃ
পারিনি ভুলতে তোকে
পারিনি এ মন ফেরাতে
শূন্য এ হৃদয় আমার
চায় তোর মাঝে হারাতে
ভুল করে একবার
বল না তুই আমায় (২ বার)
মন চায় শুধু শুনতে
পারিনি ভুলতে তোকে
পারিনি এ মন ফেরাতে
আলো নেই, ডুবে আছি অন্ধকারে
তোর স্মৃতি শুধু মনে পড়ে
ভালো নেই তোকে ছাড়া একটি দিনও
অশ্রু জল চোখে ঝরে (২ বার)
ভুল করে একবার
বল না তুই আমায় (২ বার)
মন চায় শুধু শুনতে
পারিনি ভুলতে তোকে
পারিনি এ মন ফেরাতে
দিনগুলো কেটে যায় একলা আমার
তুই ছাড়া মনটা কেঁদে মরে
ভুলগুলো যা ছিলো, শুধরে নেবো
ফিরে আয়, আয় না ফিরে (২ বার)
ভুল করে একবার
বল না তুই আমায় (২ বার)
মন চায় শুধু শুনতে
পারিনি ভুলতে তোকে
পারিনি এ মন ফেরাতে
শূন্য এ হৃদয় আমার
চায় তোর মাঝে হারাতে
ভুল করে একবার
বল না তুই আমায় (২ বার)
মন চায় শুধু শুনতে
পারিনি ভুলতে তোকে
পারিনি এ মন ফেরাতে
Parini Bhulte Tokey Lyrics By Imran Mahmudul
Parini vulte toke
Parini a mon ferate
Shunno a hridoy amar
Chay tor majhe harate
Vul kore ekbar
bol na tui amay
Mon chay sudhu shunte
Alo nei dube achi ondhokare
Tor sriti sudhu mone pore
Valo nei toke chara ekti din o
Osru jol chokhe jhore