Rajkonna Lyrics (রাজকন্যা) By Raz Dee | Safa Kabir

Rajkonna Lyrics (রাজকন্যা) By Raz Dee | Safa Kabir
রাজকন্যা – Rajkonna Bangla Song Lyrics. This song Singing by Raz Dee & Music Composed by Adib. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Qinetic Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Rajkonna – রাজকন্যা
Vocal & Lyrics : Raz Dee
Music Produced by : Adib
A Daekho Studios Production
Label : Qinetic Music
রাজকন্যা লিরিক্সঃ
লাল পাড়, হলুদ শাড়ি
পরে মেয়েটি লাগছে ভারি চমৎকার
বাসের সিট তাকে ছেড়ে দিয়ে
বেহালা থেকে রাসবিহারী, আহা চমৎকার
প্রথম দেখাতে প্রেমে আজ পড়তে শিখেছি
তোর লাজুক হাসিতে জ্যোৎস্না দেখেছি
সত্যি না স্বপ্ন, তুই কেমন নেশা
কারণ তুই হলি আমার রূপকথার রাজকন্যা
ও হো হো রাজকন্যা, ও হো হো
ভীড়ে তোর হারিয়ে যাওয়া
জীবন আবার ছন্নছাড়া
লাগে ভয়, বড় লাগে ভয়
একি স্টপে সাথে নামা
নিয়তির এমনি খেলা
কার এই দায়, দিই কাকে দায়
তোর রূপে হারিয়ে চেতনা
ভুলিয়ে তুই সবই বেদনা
তুই ছাড়া আর কারোর সাধ্যি নয়
মুহূর্তে যেই রাস্তায় তোর নামা
যানজট মাঝে সব থমকে যাওয়া
মুগ্ধ মন তোকেই কাছে চায়।
প্রথম দেখাতে প্রেমে আজ পড়তে শিখেছি
তোর লাজুক হাসিতে জ্যোৎস্না দেখেছি
সত্যি না স্বপ্ন, তুই কেমন নেশা
কারণ তুই হলি আমার রূপকথার রাজকন্যা
ও হো হো রাজকন্যা, ও হো হো..
শিল্পী তুমি এ খোদা
সৃষ্টি তোমার অপরূপা
যতই করি তারিফ তার রূপের
ততই যেন কম বলা
দু’চোখ ভরে দেখে যাই তোকে
দুপুর ছায়ার স্নিগ্ধতা
সময়ের খেই হারিয়ে ফেলি
তবু যে মন ভরে না
Rajkonna Lyrics By Raz Dee
Laal paar holud shaari
Pore meyeti laagche bhari chomotkar
Bus-er seat taakey chere diye
Behala theke rashbihari aha chomotkar
Prothom dekhate preme aaj porte shikhechi
Tor lajuk hasite jotsna dekhechi
Sotti na shopno, tui kemon nesha
Karon tui holi amar rupkothar rajkonna