Rongin Ghuri Lyrics (রঙিন ঘুড়ি) By Gogon Sakib

Rongin Ghuri Lyrics (রঙিন ঘুড়ি) By Gogon Sakib
রঙিন ঘুড়ি – Rongin Ghuri Bangla Song Lyrics. This song Singing by Gogon Sakib. Music Composed by Jami Ul Hasan. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Antor Multimedia” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Rongin Ghuri – রঙিন ঘুড়ি
Singer : Gogon Sakib
Lyrics & Tune : Azim Babu
Music : Jami Ul Hasan
Master : Real Ashique
Label : Antor Multimedia
রঙিন ঘুড়ি লিরিক্সঃ
তুমি ভালোবাসোনি
আমি বুজতে পারিনি
তুমি ভালোবাসোনি
আমি বুজতে পারিনি
সবই ছিলো অভিনয়
যা ধরতে পারিনি
কেন ভেঙেছো হৃদয়
তা মানতে পারিনি
তুমি কোন আকাশের রঙিন ঘুড়ি
কার আকাশে উড়ো
উড়ে উড়ে ঘুরে
ঘুরে বুকটা ক্ষতো করো (২ বার)
কার সাথে আজ সাজাও বাসর
নতুন সুখে ডুবে
আমি একা মরছি তোমার
কষ্ট চেপে বুকে (২ বার)
তুমি আমায় ভুলেছো
আমি তোমায় ভুলিনি
তুমি আমায় ভুলেছো
আমি তোমায় ভুলিনি
কেনো করেছো এমন
তা জানতে পারিনি
তুমি কোন আকাশের রঙিন ঘুড়ি,
কার আকাশে উড়ো
উড়ে উড়ে ঘুরে
ঘুরে বুকটা ক্ষতো করো (২ বার)
রঙে ঢঙে উডো তুমি
কার আকাশটা জুড়ে
আমি এখন জ্বলছি তোমার
প্রেম অনলে পুড়ে (২ বার)
তুমি আমায় ভুলেছো
আমি তোমায় ভুলিনি
তুমি আমায় ভুলেছো
আমি তোমায় ভুলিনি
তুমি ভেঙেছো এ মন
যা সইতে পারিনি
তুমি কোন আকাশের রঙিন ঘুড়ি
কার আকাশে উড়ো
উড়ে উড়ে ঘুরে
ঘুরে বুকটা ক্ষতো করো (২ বার)
Rongin Ghuri Lyrics By Gogon Sakib
Tumi bhalobasoni
Ami bujte parini
Sobe chilo Ovinoy
Ja dhorta parini
Kano bhenecho hridoy
Ta mante parini
Tumi kon akaser rongin ghuri
Kar akashe uro
Ure ure ghure
Ghure bukta khoto karo
Kar sathe aj sajao basor
Notun sukhe dube
Ami eka morchi tomar
Kosto chape buke