Bengali Lyrics

Shokale Tomay Dekhi Lyrics (সকালে তোমায় দেখি) By Doli & Palash

Shokale Tomay Dekhi Lyrics

Shokale Tomay Dekhi Lyrics (সকালে তোমায় দেখি) By Doli Syaontoni & Palash

সকালে তোমায় দেখি – Shokale Tomay Dekhi Bangla Song Lyrics. This song Singing by Doli Syaontoni & Palash. Music Composed by Ali Akram Shuvo. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “G Series Movie Songs youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Shokale Tomay Dekhi – সকালে তোমায় দেখি
Singer : Doli Syaontoni & Palash
Lyrics : Kabir Bakul
Tune : Ali Akram Shuvo
Music : Ali Akram Shuvo
Movie : My Name is Khan
Cast : Shakib Khan and Apu Biswas
Label : G Series

সকালে তোমায় দেখি লিরিক্সঃ

সকালে তোমায় দেখি,
বিকালে তোমায় দেখি
হলরে হল একি রাতে ও শুন প্রিয়
যেন নিও তোমাকে দেখি

মনটা কেড়েছ আমার মনটা কেড়েছ
প্রেমের বিষে দেহে মিশে প্রানে মেরেছ
ও তুমি মনটা কেড়েছ আমার মনটা কেড়েছ
প্রেমের বিষে দেহে মিশে প্রানে মেরেছ
সকালে তোমায় দেখি,

বিকালে তোমায় দেখি
হলরে হল একি রাতে ও শুন প্রিয়
যেন নিও তোমাকে দেখি
মনটা কেড়েছ আমার মনটা কেড়েছ
প্রেমের বিষে দেহে মিশে প্রানে মেরেছ
ও তুমি মনটা কেড়েছ আমার মনটা কেড়েছ
প্রেমের বিষে দেহে মিশে প্রানে মেরেছ

নাকের ফুলে, কানের দুলে চুলেরই ফিতায়
দিনে রাতে আমার সাথে দেখি যে তোমায়
হাঁ নাকের ফুলে কানের দুলে চুলেরই ফিতায়
দিনে রাতে আমার সাথে দেখি যে তোমায়

হয়ে গেছি দিশে হারা ভাল লাগেনা তোমায় ছাড়া
কোন আকাশে চন্দ্র তারা তুমি জ্বেলেছো
মনটা কেড়েছ আমার মনটা কেড়েছ
প্রেমের বিষে দেহে মিশে প্রানে মেরেছ
ও তুমি মনটা কেড়েছ আমার মনটা কেড়েছ
প্রেমের বিষে দেহে মিশে প্রানে মেরেছ

চলার পথে ছায়া হতে দেখি তোমাকে
দুই চোখেরই ঘুম কেড়েছ তুমি ছাড়া কে
হাঁ চলার পথে ছায়া হতে দেখি তোমাকে
দুই চোখেরই ঘুম কেড়েছ তুমি ছাড়া কে
মায়া মায়া তোমার হাসি বড় বেশি ভালবাসি
তাইতো কাছে ছুটে আসি পাগল করেছো
মনটা কেড়েছ আমার মনটা কেড়েছ

প্রেমের বিষে দেহে মিশে প্রানে মেরেছ
ও তুমি মনটা কেড়েছ আমার মনটা কেড়েছ
প্রেমের বিষে দেহে মিশে প্রানে মেরেছ
সকালে তোমায় দেখি,
বিকালে তোমায় দেখি
হলরে হল একি রাতে ও শুন প্রিয়
যেন নিও তোমাকে দেখি

মনটা কেড়েছ আমার মনটা কেড়েছ
প্রেমের বিষে দেহে মিশে প্রানে মেরেছ
ও তুমি মনটা কেড়েছ আমার মনটা কেড়েছ
প্রেমের বিষে দেহে মিশে প্রানে মেরেছ

Shokale Tomay Dekhi Lyrics By Doli Syaontoni & Palash

Sokale tomay dekhi
Bikale tomay deki
Holre holo ekhi rate o shuni priyo
Zeno nio tomake dekhi

Monta kerech amar monta kerech
Premer bishe dehe mishe prane merech

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button