Notun Gaane Tomar Agomoni Lyrics By Mekhla Dasgupta

Notun Gaane Tomar Agomoni Lyrics (নতুন গানে তোমার আগমনী) By Mekhla Dasgupta
নতুন গানে তোমার আগমনী – Notun Gaane Tomar Agomoni Bangla Song Lyrics. This song Singing by Mekhla Dasgupta. Music Composed by Amit Chatterjee. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Mekhla Dasgupta” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Notun Gaane Tomar Agomoni – নতুন গানে তোমার আগমনী
Singer : Mekhla Dasgupta
Lyrics & Composition : Biswajit Dasgupta
Back vocals : Biswajit Dasgupta, Swati Dasgupta,
Supriti Dasgupta, Subhadeep Sarkar
Arrangement & Programming : Subhadeep Sarkar
Mix-Mastering : Amit Chatterjee
Production Manegement : Sampayan
নতুন গানে তোমার আগমনী লিরিক্সঃ
নতুন সুরে নতুন গানে তোমার আগমনী
ভুবন জুড়ে আজকে মাগো তোমার জয়ধ্বনী,
আজকে সুখের ভাসবে তরী দুঃখ কোন নয়
জয় জয় দুর্গা মাগো, দুর্গা মায়ের জয়।
শরৎ আকাশ জুড়ে আজ মেঘ যে খেলা করে
শিশির ভেজা গন্ধ যে তাই সবার ঘরে ঘরে,
বাতাসে বাতাসে আজ মিলন বাঁশি বাজে
ভুবনমোহিনী তুমি অপরূপ সাজে।
ঢাকের তালে হৃদয় দোলে তোমার আবাহনে
ঢাকের তালে হৃদয় দোলে তোমার আবাহনে
দূরের মানুষ আজকে কাছে তোমার প্রাণের টানে,
মানুষে মানুষে বিভেদ আর যেন না হয়
জয় জয় দুর্গা মাগো ..
জয় জয় দুর্গা মাগো, দুর্গা মায়ের জয়।
ঢ্যাং কুড়কুড় বোলে আজ সবার কোমর দোলে
আলোয় আলোয় ভরবে আকাশ আসবে তুমি বলে.
প্যান্ডেলে প্যান্ডেলে আজ তোমার জয়ধ্বনি
ঘরে ঘরে সুরে সুরে তোমার আগমনী।
পাড়ার মোড়ে চায়ের ভাঁড়ে যত অলিগলি
আরে পাড়ার মোড়ে চায়ের ভাঁড়ে যত অলিগলি
আড্ডাটাকেই সঙ্গী করে মাতবে যে বাঙালি,
সবাই সবার বন্ধু হবে নেই কোনো আর ভয়
জয় জয় দুর্গা মা গো..
জয় জয় দুর্গা মা গো,দুর্গা মায়ের জয়।
নতুন সুরে নতুন গানে তোমার আগমনী
ভুবন জুড়ে আজকে মাগো তোমার জয়ধ্বনী,
আজকে সুখের ভাসবে তরী দুঃখ কোন নয়
জয় জয় দুর্গা মাগো, দুর্গা মায়ের জয়।
Notun Gaane Tomar Agomoni Lyrics By Mekhla Dasgupta
Notun sure notun gaane tomar agomoni
Bhubon jure aajke maa go tomar jayadhoni
Aajke sukher bhasbe tori dukkho kono noy
Joy joy durga maa go durga maayer joy