Sunlight Jiboner Rong Lyrics (জীবনের রঙ) By Lagnajita Chakraborty

Sunlight Jiboner Rong Lyrics (জীবনের রঙ) By Lagnajita Chakraborty
জীবনের রঙ – Jiboner Rong Bangla Song Lyrics. This song Singing by Lagnajita Chakraborty & Music Composed by Ranajoy Bhattacharjee. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “SVF” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Jiboner Rong – জীবনের রঙ
Singer : Lagnajita Chakraborty
Music & Lyrics : Ranajoy Bhattacharjee
Mixing & Mastering : Anirban Ganguly
Music arranged and produced by : Ranajoy Bhattacharjee
Label : SVF
জীবনের রঙ লিরিক্সঃ
আমিও ছিলাম ঘুড়ির মতো
উড়ে যেতাম ঠিক,
আজও বয়েস আমায় পারেনি ছুঁতে
রঙিন চারিদিক।
আবার চলো হয়ে যাই ঘুড়ি
নীল শরতের আকাশে উড়ি
মেঘে ভেসে যেতে আমি পারি
মেঘে ভেসে যেতে আমি পারি।
বৃষ্টি ভেজা গান
শ্রাবণ রাগের তান,
রামধনুর আসমান রঙ হাজারো।
প্রজাপতির সুখ
ডানা মেলে উন্মুখ
হাওয়ায় পাগল বুক
ছিল আমারও।
আবার চলো বাঁচি মন খুলে
ইচ্ছেডানার দুই পাল তুলে
স্বপ্নেতে নিখোঁজ হতে পারি
ভালোবেসে যেতে আমি পারি,
রঙে মিশে যেতে আমি পারি।
Sunlight Jiboner Rong Lyrics By Lagnajita Chakraborty
Amio Chilam ghurir moto
ure jetam thik
Aajo boyos amay pareni chute
Rongeen charidik
Abar cholo hoye jai ghuri
Nil shoroter akashe uri
Meghe bhese jete ami pari (x2)
Brishti veja gaan shraboner raager taan
Ramdhonur asman rong hazaro