Bengali Lyrics

Sraboner Baish Tarikhe Lyrics (শ্রাবনের ২২ তারিখে) By Subhamita

Sraboner Baish Tarikhe Lyrics

Sraboner Baish Tarikhe Lyrics (শ্রাবনের ২২ তারিখে) By Subhamita | Rabindrasangeet

শ্রাবনের ২২ তারিখে – Sraboner Baish Tarikhe Bangla Song Lyrics. This song Singing by Subhamita Banerjee. Music Composed by Goutam Basu. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Asha Audio” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song: Sraboner Baish Tarikhe – শ্রাবনের ২২ তারিখে
Vocal: Subhamita Banerjee
Poem & Narration: Srijato
All Guitars: Joy Sarkar
Level: Asha Audio

শ্রাবনের ২২ তারিখে লিরিক্স – সুভামিতা বেনার্জি

সুর:
এ পথে আমি যে গেছি বার বার
ভুলিনি তো একদিনও
আজ কি ঘুচিল চিহ্ন তাহার
উঠিল বনের তৃণ

কিছু কথা :
আমি থামলাম হাত ভর্তি তোমার চিঠিরা
উড়ে যেতে চাইছে আজ যেদিকে নিস্তার,
শামিয়ানা আকাঙ্ক্ষা বাতিল শব্দ।
জীবন ব্লেডের নীচে শিরা
শেষেরও তো শেষ আছে
শুধু তা সম্পত্তি অজানা।

সুর :
তবু মনে মনে জানি, নাই ভয়
অনুকূল বায়ু সহসা যে বয়,
চিনিব তোমায় আসিবে সময়
তুমি যে আমায় চিন

কিছু কথা :
আজ যত বৃষ্টি হবে,আজ যত মেঘ ডাকবে
সব পুরোনো দিনের মত ফিরে ফিরে আসবে বারেবারে
বন্দরে জাহাজ ভিজছে,একা ঘরে রেডিওর নব
একটু জল লেগে আছে, ফেলে দেওয়া চিঠির কিনারে

সুর :
এ পথে আমি যে গেছি বার বার,ভুলিনি তো একদিনও,
আজ কি ঘুচিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ

কিছু কথা :
আমার হ’ল না যাওয়া,সঙ্গে যাওয়া হ’ল না আমার
তোমার নতুন পথ নতুন দিনের কথা বলে
হাইওয়ে হারিয়ে গেছে, মেঘলা হয়ে সাত-রাস্তা পার
চিঠির কিনারাটুকু জেগে আছে
ফেলে দেওয়া জলে।

সুর :
একেলা যেতাম যে প্রদীপ হাতে
নিবেছে তাহার শিখা
তবু জানি মনে তারার
ভাষাতে ঠিকানা রয়েছে লিখা

কিছু কথা :
ছিলাম থাকার মত না-থাকার মতই থাকব না,
দুটো একটা রুমালের মন-খারাপ
নিভে যাওয়া মোম,এক একটা ব্যালকনিতে
ইজিচেয়ারের দিনগোনা,লোকে জানবে সোয়েটার
আমি জানবো ব্যথার পশম

সুর :
পথের ধারেতে ফুটিল যে ফুল,জানি জানি
তারা ভেঙে দেবে ভুল,গন্ধে তাদের গোপন
মৃদুল সঙ্কেত আছে লীন

এ পথে আমি যে,এ পথে আমি যে গেছি বার বার
ভুলিনি তো একদিনও,আজ কি ঘুচিল চিহ্ন তাহার
উঠিল বনের তৃণ

কিছু কথা :
আবার কখনও যদি দেখা হয়
অচেনা রাস্তায়,থেমে দুটো কথা বলব
ফের চলে যাবো অন্যদিকে,আজ তুমি সাবধানে যাও
মেঘেরা যেভাবে চলে যায়,
একটু তো হবেই বৃষ্টি শ্রাবণের বাইশ তারিখে

Sraboner Baish Tarikhe Lyrics By Subhamita

E pothe ami je gechi bar bar
Bhulini toh ekdino
Aaj ki ghuchilo chinho tahar
Uthilo boner trino

Tobu mone mone jaani nai bhoy
Anukul bayu sohosa je boy
Chinibo tomay ashibe somoy
Tumi je aamare chino

E pothe ami je gechi bar bar
Bhulini toh ekdino
Aaj ki ghuchilo chinho tahar
Uthilo boner trino

Ekela jetem je prodip hate
Nibeche tahar shikha
Tobu jani mone tahar
Vasate thikana royeche likha

Pother dharete futiye je ful jani tara venge debe vul

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button