Tomar Chowa Lyrics (তোমার ছোয়াতে) By Belal Khan & Puja

Tomar Chowa Lyrics (তোমার ছোয়াতে) By Belal Khan & Puja
তোমার ছোয়াতে – Tomar Chowa Bangla Song Lyrics. This song Singing by Belal Khan & Puja. Music Composed by Belal Khan & Musfiq Litu. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Laser Vision” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Tomar Chowa – তোমার ছোয়াতে
Singer : Belal Khan & Puja
Lyrics : Faisal Rabbikin
Tune & Music Composition : Belal Khan & Musfiq Litu
Album : Love Duet’S
Label : Laser Vision
তোমার ছোয়াতে লিরিক্সঃ
আকাশ নীলে মনের ভুলে
তোমার ছায়া খুঁজে যাই
ভিতর বাহির জুড়ে তুমি
আবেগী প্রেমে হারাই (২ বার)
তোমারই ছোঁয়াতে
কিযে হয় আলোড়ন
নীরবে গোপনে
রাঙালে এ ভুবন (২ বার)
যখন এ মন শুণ্য ছিল
জীবনে ছিলনা কেউ
ঠিক তখনই তুমি এলে
এলো যে সুখের ঢেউ (২ বার)
যদি থাকো দূরে দূরে
দুচোখ ভিজে অশ্রু জলে
ভালোবেসে ধরলে দুহাত
কষ্ট যাই ভুলে
তোমারই ছোঁয়াতে
কিযে হয় আলোড়ন
নীরবে গোপনে
রাঙালে এ ভুবন (২ বার)
তুমি থেকো পাশাপাশি
সারাটি জনম ভর
কখনো যেন না শেষ হয়
ভালোবাসার প্রহর (২ বার)
যদি থাকো দূরে দূরে
দুচোখ ভিজে অশ্রু জলে
ভালোবেসে ধরলে দুহাত
কষ্ট যাই ভুলে
তোমারই ছোঁয়াতে
কিযে হয় আলোড়ন
নীরবে গোপনে
রাঙালে এ ভুবন (২ বার)
আকাশ নীলে মনের ভুলে
তোমার ছায়া খুঁজে যাই
ভিতর বাহির জুড়ে তুমি
আবেগী প্রেমে হারাই
তোমারই ছোঁয়াতে
কিযে হয় আলোড়ন
নীরবে গোপনে
রাঙালে এ ভুবন (২ বার)
Tomar Chowa Lyrics By Belal Khan & Puja
Akash nile moner vule
Tomar chaya khuje jai
Vitor bahir jure tumi
Abegi preme harai
Tomari chowate
Kije hoy Aloron
Nirobe gopone
Rangale a vubon
Jokhon a mon shunno chilo
Jibone chilo na keu
Thik tokhoni tumi ele
Elo je sukher dheo