Bodhu Beshe Choila Geli Lyrics (বধু বেশে চইলা গেলি) By Samz Vai

Bodhu Beshe Choila Geli Lyrics (বধু বেশে চইলা গেলি) By Samz Vai
বধু বেশে চইলা গেলি – Bodhu Beshe Choila Geli Bangla Song Lyrics. This song Singing by Samz Vai. Music Composed by Yeasin Hossain Neru. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Six Seasons Multimedia” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Bodhu Beshe Choila Geli – বধু বেশে চইলা গেলি
Singer : Samz Vai
Lyrics : Raju Ahmmad
Tune & Music : Yeasin Hossain Neru
Label : Six Seasons Multimedia
বধু বেশে চইলা গেলি লিরিক্সঃ
জীবনটা বদলে গেল আঘাতে আঘাতে
কষ্ট নিয়ে বিদায় দিলাম নিজেরি হাতে (২ বার)
কোন কারণে জীবনটারে ক্ষত করলি এভাবে
কি ছিল ভুল আমার জানা হলো না রে
বধু বেশে চইলা গেলি ও রে কন্যা রে
জ্যান্ত মরা হয়ে বাঁচি মনেরি ঘরে
বধু বেশে কন্যা ওরে চইলা গেলি দূরে
ফিরা তো আইলি না আর মনেরও ঘরে
স্বপ্ন দেখে প্রেমিক জন করবে সংসারে কি ঘর
জীবনের সেই তালার চাবি হইয়া গেল পর (২ বার)
প্রেম আদরে ডাকতাম তোরে ময়না পাখি বলে
সে আমারে এই জীবনে সুখ দিল না রে
সে আমারে এই জীবনে সুখ দিল না রে
বধু বেশে চইলা গেলি ও রে কন্যা রে
জ্যান্ত মরা হয়ে বাঁচি মনেরি ঘরে
বধু বেশে কন্যা ওরে চইলা গেলি দূরে
ফিরা তো আইলি না আর মনেরও ঘরে
এই পৃথিবীর আলো আঁধার বুঝে আমার মন
তার মনেতে ছিল নতুন প্রেমের প্রয়োজন (২ বার)
এই জীবনটা মেতেছিল তার প্রেমের আহারে
প্রেম আমার বুঝলো না করলো সে অবহেলা রে
প্রেম আমার বুঝলো না করলো সে অবহেলা রে
বধু বেশে চইলা গেলি ও রে কন্যা রে
জ্যান্ত মরা হয়ে বাঁচি মনেরি ঘরে
বধু বেশে কন্যা ওরে চইলা গেলি দূরে
ফিরা তো আইলি না আর মনেরও ঘরে
ফিরা তো আইলি না আর মনেরও ঘরে
Bodhu Beshe Choila Geli Lyrics By Samz Vai
Jibon bodle gelo aghate aghate
Kosto niye biday dilam nijeri hate
Kon karone jibon tare khoto korli avabe
Ki chilo vul amar jana holo na re
Bondhu beche choila geli o re konna re
Janto mora hoye bachi moneri ghore
Fira to aili na ar monero ghore