Latest Bengali Lyrics

Uff Bujhlam Na Lyrics (উফ বুঝলাম না) By Maruf Ahmed Masum

Uff Bujhlam Na Lyrics

Uff Bujhlam Na Lyrics (উফ বুঝলাম না) By Maruf Ahmed Masum & Collected

উফ বুঝলাম না – Uff Bujhlam Na Bangla Song Lyrics. This song Singing by Maruf Ahmed Masum. Music Composed by TMSakib. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “The Joker Production House youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Uff Bujhlam Na – উফ বুঝলাম না
Music – TMSakib
Vocals & Lyrics : Maruf Ahmed Masum & Collected
Mixing & Mastering – TMSakib

উফ বুঝলাম না লিরিক্সঃ

Yeah, দাড়া, তা কি ব্যাপার
আমার আম্মুরে বিয়ে বিয়ে
করতে মন চাচ্ছে তাই না
হ্যালো,আমার আব্বু এতিম হয়ে যাবে না ?
অ্যাহ, পাগল, ধ্যাত্

আরে আর কত পাল্টায় রে ভাই
আমি গোলকিপার দিয়ে খেলবো
গোলকিপার দিয়ে
Okay, Oh Shit
আরে আরে, হ্যালো
আরে বললাম না কত সামনে
মধ্যে প্রাচ্যে ঈদ হবে ৩১ শে জুলাই

Okay, Yeah
একজন কমেন্ট করেছে ;
তাহলে তো আমাদের ঈদ ৩২শে জুলাই
লোকে যাকে বড় বলে বড় সে নয়
নিজে যাকে বড় বলে বড় সেই হয়

উফ্, অফসাইড না হলেই হয়
কারে দেয়া যায় কারে দেয়া যায়
হ্যালো, কারে দেয়া যায় কারে দেয়া যায়

ওরেই দেই, তুমি মিরপুরের কোথায় থাকো ?
আমি হল, হুম মিরপুরের
Yeah, ঢাকায় থাকি
Holy shit
Thank You
Yeah

তোর বোধহয় জানা নেই, সুন্দর বনে
শুধু বাঘই থাকে না ; সিংহও থাকে
আআআআআ
আরে
গোলটা কি আমিই দিসি ?
হিসাব বোঝনা ; দুদু খাও ? বুইঝা দেখ

উফ্ বুঝলাম না
Hi baby
তো তার বেবি ডাক শুনে আমি ভেবেছি
তার সন্তান হয়তো তাকে ফোন দিয়েছে
তুই কি বললি ?
উফ্
Do you even know the
spelling of the follower ?

ওরে বাবা
ঘাস কাটতাছিলি নাকি তোরা ?
সব গুলার চুল হচ্ছে এরকম হলুদ

ইলেকট্রি মিস্ত্রি হোসুইন্না না রে
কেউ যদি তোমাকে নিয়ে সমালোচনা
করে তাহলে ভাববে তুমি একজন
সেলিব্রিটি ; আর ওরা তোমার ফ্যান

কথা কইনা ডরায়া ; ফালতুগুলা
কথা যায়গা ছড়ায়া আমি কে
তুই যা করবি কর বুঝলাম না

অতি বড় হয়ো না ;
ঝড়ে পড়ে যাবে ;
অতি ছোট হয়ো না ;
ছাগলে মুড়ে খাবে
উফ্, হ্যালো
To all my haters :
শুটিয়ে লাল করে দেব

Uff Bujhlam Na Lyrics By Maruf Ahmed Masum

Yeah, Dara, Ta ki bepar
Amar ammure biye biye
Korte mon chacche tai na
Hello, Amar abbu etim hoye jabe na?
Aah, pagol. dhat

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button