Tumi Nei Kothao Lyrics (তুমি নেই কোথাও) By Mahtim Shakib

Tumi Nei Kothao Lyrics (তুমি নেই কোথাও) By Mahtim Shakib
তুমি নেই কোথাও – Tumi Nei Kothao Bangla Song Lyrics. This song Singing by Mahtim Shakib. Music Composed by Shovon Roy. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “STUDIO PROTUNEBD” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Tumi Nei Kothao – তুমি নেই কোথাও
Singer : Mahtim Shakib
Lyrics : Prosenjit Ojha
Compositions : Shovon Roy
Label : Protune
তুমি নেই কোথাও লিরিক্সঃ
কাঁশবনে সাদা শাড়ি, লাল টিপ উধাও
চোঁরা কাঁটা মনে জুড়ে, তুমি নেই কোথাও (২ বার)
দেখা হবে ভেবে ভেবে রোজ একা পথ হাটি
আনমনে কতো কি দেখে দুটি চোখে স্মৃতি বাটি
ভুলে যাবো কোন ভুলে, কিছু বলে গেলেনা
তুমি ছাড়া কিছু আমার, আর ভালো লাগে না
স্বপ্ন আসে শূন্য ঘরে, কোন রঙে সাঁজেনা
ধরতে গেলে মেশে হাওয়ায়
কোন সুরে বাজে না বাজে না (২ বার)
রাত জেগে ঘুরে আসি অতীতের ঘটনায়
কি কারণে পর হলে হিসাব মেলে না
মেঘ ছুঁয়ে মন উড়ে বর্ষায় ভেজে না
প্রিয় নদী চোখের পাতায়
কেউ আর খোঁজে না (২ বার)
একা একা দিনগুলি বিরহের জানালায়
ভোর আসে, আলো হাসে দুয়ার খোলে না
কাঁশবনে সাদা শাড়ি লাল টিপ উধাও
চোঁরা কাঁটা মনে জুড়ে, তুমি নেই কোথাও
দেখা হবে ভেবে ভেবে রোজ একা পথ হাটি
আনমনে কতো কি দেখে দুটি চোখে স্মৃতি বাঁটি
ভুলে যাবো কোন ভুলে কিছু বলে গেলেনা
তুমি ছাড়া কিছু আমার, আর ভালো লাগে না
Tumi Nei Kothao Lyrics By Mahtim Shakib
Kashbone sada shari lal tip udhao
Chora kata mone jure tumi nei kothao
Dekha hobe vebe vebe roj eka poth hati
Anmone koto ki dekhe duti chokhe sriti bati
Vule jabo kono vule kichu bole gelena
Tumi chara kichu amar ar valo lage na