Chole Gecho Tate Ki Lyrics (চলে গেছো তাতে কি) By Saif Zohan

Chole Gecho Tate Ki Lyrics (চলে গেছো তাতে কি) By Saif Zohan
চলে গেছো তাতে কি – Chole Gechho tate Ki Bangla Song Lyrics. This song Singing by Saif Zohan. Music Composed by R Joy. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Saif Zohan” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Chole Gechho tate Ki – চলে গেছো তাতে কি
Singer : Saif Zohan
Lyrics : Saif Zohan
Tune : Inspired by anak
Music : R Joy
চলে গেছো তাতে কি লিরিক্সঃ
চলে গেছো তাতে কি
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়নায় (২ বার)
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয় বলো না?
লোকে আমারে শুধায়
ভালোবাসা কারে কয় বলো না?
হাসতে কেন তুমি শেখালে আমায়
কেনই বা বলো কাঁদালে?
কেন করেছিলে এতটা আপন
যদি হারাবে আড়ালে
আজ সব স্মৃতি কি
বলো হয়ে গেছে শেষ, বলোনা ?
কেন হঠাৎ এসে পাশে দাঁড়িয়ে
ধরেছিলে এই হাত
জানো কি তুমি ছাড়া কিভাবে কাটে
একাকী আমার এই রাত
আজ সব চাওয়া কি
বলো ফুরিয়ে গেছে, বলোনা?
বলেছিলে এক আকাশে উড়বো আজীবন
চুপিচুপি হবে আলাপন
হাতে হাত রেখে কাটাবো জীবন
কথা হবে অকারণ
আজ সব কথা কি
বলো হয়ে গেছে শেষ, বলোনা?
আজ সব কথা কি
বলো হয়ে গেছে শেষ, বলোনা?
Chole Gecho Tate Ki Lyrics By Saif Zohan
Chole gecho tate ki bhalobeshe morechi
Tumi acho hridoyer aaynay
Haste keno tumi shekhale amay
Kenoi ba bolo kadale
Keno korechile etota apon
Jodi harabe arale
Aaj sob smriti ki
bolo hoye geche shesh bolona?