Lal Golap Lyrics (লাল গোলাপটি শুকিয়ে গেছে) By Adnan Kabir

Lal Golap Lyrics (লাল গোলাপ) By Adnan Kabir | Ahmed Sajeeb
লাল গোলাপ – Lal Golap Bangla Song Lyrics. This song Singing by Adnan Kabir. Music Composed by Ahmed Sajeeb. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Samsul Official Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Lal Golap – লাল গোলাপ
Singer : Adnan Kabir
Lyrics : Adnan Kabir
Tune : Adnan Kabir
Music : Ahmed Sajeeb
Label : Samsul Official Music
লাল গোলাপটি শুকিয়ে গেছে লিরিক্সঃ
শুকিয়ে গেছে ডায়েরির পাতার
লাল গোলাপটি
যেই গোলাপটি তোর হাতে
দেব ভেবেছি
ওরে বুকের বেথা বুকে জমা
প্রানে সয়না
তার বুকে আছে হায়রে
অন্য জনা
লাল গোলাপটি শুকিয়ে গেছে
সুভাস দেয় না
সকাল সন্ধ্যা লিখতাম আমি
প্রেমের কত গান
চোখের জ্বলে বুঝি নাই রে
দিতে হবে দাম
স্কুলের ওই জীবন থেকে
তোরে ভালোবাসতাম
মনের কথা আজও তোরে
বলতে নাহি পারলাম (২ বার)
ওরে বুকের বেথা বুকে জমা
প্রানে সয়না
তার বুকে আছে হায়রে
অন্য জনা
লাল গোলাপটি শুকিয়ে গেছে
সুভাস দেয় না
হঠাৎ আজ দেখছি তোরে
অন্য কারো সাথে
কে দিয়েছে লাল গোলাপটি
তোর ওই নরম হাতে
ভাবতে পারি নাই রে তুই
হইবি রে পর
দিলের লগে বান্ধি তোরে
বাঁধতাম নতুন ঘর (২ বার)
ওরে বুকের বেথা বুকে জমা
প্রানে সয়না
তার বুকে আছে হায়রে
অন্য জনা
লাল গোলাপটি শুকিয়ে গেছে
সুভাস দেয় না (২ বার)
Lal Golap Lyrics By Adnan Kabir
Shukiye geche dayerir patar
Lal golapti
Jei golapti tor hate
debo vebechi
Buker betha buke joma
Prane soyna
Tar buke ache hayre
Onno jona
Lal golapti shukiye geche
Suvas deyna