Ektu Kache Asho Lyrics (একটু কাছে আসো) By Imran Mahmudul

Ektu Kache Asho Lyrics (একটু কাছে আসো) By Imran Mahmudul
মন জানে তুই – Mon Jane Tui Bangla Song Lyrics. This song Singing by Imran Mahmudul & Music Composed by Imran Mahmudul. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Imran – Topic” youtube channel.
Song Information:
Song Name: Mon Jane Tui – মন জানে তুই
Singer: Imran
Music: Imran
Label: Imran – Topic
একটু কাছে আসো লিরিক্স – ইমরান মাহমুদুল
হো… হো….
একটু কাছে আসো একটু ভালবাসো
অনুভবে রাখো আমায়
চোখে চোখ রাখো স্বপ্ন ছুয়েঁ দেখো
ভালবাসা… দেব তোমায়
এলোমেলো মেঘে বৃষ্টি হয়ে
ভিজিয়ে গেছো তুমি আমাকে
হৃদয়ের সব কথা ভাবি নিরবতায়
মনে পড়ে শুধু তোমাকে
ও… ও… ও…
যখনি প্রথম দেখেছি তোমাকে
রুপেতে গেছি হারিয়ে
ও…মায়াবী স্বপনে নীরবে গোপনে
দিয়েছি দুহাত বাড়িয়ে
ছড়ালে এ বুকের শহরে কি যাদু
আমি বোঝাতে পারিনা কিছুতে নিজেকে
এলোমেলো মেঘে বৃষ্টি হয়ে
ভিজিয়ে গেছো তুমি আমাকে
হৃদয় সব কথা ভাবি নিরবতায়
মনে পড়ে শুধু তোমাকে
ও… ও… ও…
কত যে আপন ভেবেছি তোমাকে
বলবো বলো কি করে
ও… মনেরি গহীনে রেখেছি যতনে
সারাটা প্রহর ধরে
জড়ালে এ আমায় বলনা কি সুখে
জানো কি তোমারি জলেতে ভিজে কে
এলোমেলো মেঘে বৃষ্টি হয়ে
ভিজিয়ে গেছো তুমি আমাকে
হৃদয় সব কথা ভাবি নিরবতায়
মনে পড়ে শুধু তোমাকে
Ektu Kache Asho Lyrics By Imran Mahmudul
Ektu kache asho
Ektu bhalobasho
Onobhobe rakho amai
Chokhe chokh rakho
Shopne chuye dekho
Bhalobasha gorbo tomai
Elomelo megher bhistri hoye
Bhijiye gecho tumi amake
Hridoyer shob kotha bhabi nirobotor
Mone pore shudhu tomake
Jokhoni prothom dekhichi tomake
Rupete gechi hariye
Mayabi shopone nirobe gopone
Diyechi du haat bariye
Chorale ei buker shohore ki jadu
Ami bojhate parina kichutei nijeke
Elomelo megher bhistri hoye
Bhijiye gecho tumi amake
Hridoyer shob kotha bhabi nirobotor
Mone pore shudhu tomake