Tir Marlo kolijay Lyrics (তীর মারলো কলিজায়) By Joy Islam

Tir Marlo kolijay Lyrics (তীর মারলো কলিজায়) By Joy Islam
তীর মারলো কলিজায় – Tir Marlo Kolijay Bangla Song Lyrics. This song Singing by Joy Islam. Music Composed by Aninudh R Shuvo. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Sobar TV” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Tir Marlo Kolijay – তীর মারলো কলিজায়
Singer : Joy Islam
Lyrics : Joy Islam
Tune : Joy Islam
Music : Aninudh R Shuvo
Lebel : Sobar Tv
তীর মারলো কলিজায় লিরিক্সঃ
চামড়া সাদা হইলেই কি
আর ভেতর সাদা হয়
কয়লা ধুইলে যায় না
ময়লা দিলি পরিচয় (২ বার)
কলম ছাইড়া নেশা ধরলাম
তোর প্রেমে পড়িয়া
চোখের নিচেও কালি পড়ছে
তোর কথা ভাবিয়া
সুখের জীবন হইছে নষ্ট
এসে তোর পাড়ায় (২ বার)
এক কাজল চোখের মাইয়া
তীর মারলো কলিজায় (৪ বার)
তোর আকাশে হাজার তারা
আমার আকাশ ফাঁকা
কষ্টের ঝরে কাঁপছে ভেতর
পায়না সুখের দেখা (২ বার)
দুঃখ জ্বালা বুকে নিয়ে
মুচকি হেসে যাই (২ বার)
এক কাজল চোখের মাইয়া
তীর মারলো কলিজায় (২ বার)
বুকের বামে চারটা অক্ষর
ছটফট করে মরে
সিগারেটের ধোঁয়ার মতো
সুখ গুলো আজ উড়ে ( ২ বার)
মধ্য রাতে স্মৃতি গুলো
আমাকে কাঁদায় (২ বার)
এক কাজল চোখের মাইয়া
তীর মারলো কলিজায় (২ বার)
চামড়া সাদা হইলেই কি
আর ভেতর সাদা হয়
কয়লা ধুইলে যায় না
ময়লা দিলি পরিচয় (২ বার)
কলম ছাইড়া নেশা ধরলাম
তোর প্রেমে পড়িয়া
চোখের নিচেও কালি পড়ছে
তোর কথা ভাবিয়া
সুখের জীবন হইছে নষ্ট
এসে তোর পাড়ায়
সুখের জীবন হইছে নষ্ট
এসে তোর পাড়ায়
এক কাজল চোখের মাইয়া
তীর মারলো কলিজায় (৪ বার)
Tir Marlo kolijay Lyrics By Joy Islam
Chamra sada hoile ki
Ar vetor sada hoy
Koyla dhuile jay na
Moyla dili poricoy (2)
Kolom chaira nesha dhorlam
Tor preme poriya
Cokher nicheo kali porche
Tor kotha vabiya
Sukher jibon hoiche noshto
Ese tor paray (2)
Ek kajol cokher maiya
Tir marlo kolijay (4)