Kache Eshe Lyrics (কাছে এসে) By Imran Mahmudul & Purnata

Kache Eshe Lyrics (কাছে এসে) By Imran Mahmudul & Purnata
কাছে এসে – Kache Eshe Bangla Song Lyrics. This song Singing by Imran & Purnata. Music Composed by Imran. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CD Choice” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Kache Eshe – কাছে এসে
Singer : Imran & Purnata
Lyric : Sheikh Sumon Emdad
Tune : Imran
Music : Imran
Album : Purnata
Label : Cd Choice
কাছে এসে লিরিক্সঃ
কাছে এসে ছুয়ে গেছো
আমার এ অবুজ মন
ভালোবাসাতে বিভর হলাম
অনুভবে সারাক্ষন
চুপি চুপি ভালোবাসা
বেঁধেছে এ হৃদয়ে
তুমি ছাড়া কেহো নাই
আমার এই ভুবনে (২ বার)
কি নেশা তোমারি কাছে
জানিনা ও প্রিয়
এতোকাছে থাকি
তবু দূরে মনে হয়
আরো বেশি ভালোবাসা দিও
ও সারাটি জনম ধরে
থেকো পাসে এ হৃদয়ে
তুমি হিনা বাচিনা এ ভুবনে
চুপি চুপি ভালোবাসা
বেঁধেছে এ হৃদয়ে
তুমি ছাড়া কেহো নাই
আমার এই ভুবনে (২ বার)
ও লক্ষ তারার মাঝে আমি
খুজে নেবো তোমায়
বুকেরি পাজর দিয়ে
হৃদয়ের গোহিনে
জরিয়ে রেখো আমায়
ও সারাটি জনম ধরে
থেকো পাসে এ হৃদয়ে
তুমি হিনা বাঁচিনা এ ভুবনে
চুপি চুপি ভালোবাসা
বেঁধেছে এ হৃদয়ে
তুমি ছাড়া কেহো নাই
আমার এই ভুবনে (২ বার)
ও কাছে এসে ছুয়ে গেছো
আমার এ অবুজ মন
ভালোবাসাতে বিভর হলাম
অনুভবে সারাক্ষন
ও চুপি চুপি ভালোবাসা
বেঁধেছে এ হৃদয়ে
ও তুমি ছাড়া কেহো নাই
আমার এই ভুবনে (২ বার)
ও চুপি চুপি ..
Kache Eshe Lyrics By Imran Mahmudul & Purnata
Kache ese chuye geso
Amar a obuj mon
Valobasate bivor holam
Onuvobe sarakkhon
Chupi chupi valobasha
Bedhe a hridoye
Tumi chara keho nai
Amar ei vubone