Latest Bengali Lyrics

Tumpa Song Lyrics (টুম্পা) By Arob | Rip Rest in Prem Webseries

Tumpa Song Lyrics

Tumpa Song Lyrics (টুম্পা) By Arob | Rip Rest in Prem Webseries

টুম্পা – Tumpa Bangla Song Lyrics. This song Singing by Arob. Music Composed by Avishek Saha. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CONFUSED Picture youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Tumpa – টুম্পা
Webseries : Rip Rest in প্রেম
Vocal & Lyrics : Arob
Composed & arranged by : Avishek Saha
Label : CONFUSED Picture

টুম্পা লিরিক্সঃ

বেনারসী পরিয়ে
সিঁথিতে সিঁদুর দিয়ে,
তারাপিঠে গিয়ে করেছিলাম বিয়ে

রাতে ফুলশয্যা হলো তারপর সকাল হলো
ঘুম থেকে উঠে দেখি
বউ পালালো জানলা দিয়ে ..

বউটা চলে গেল, মনটা ভেঙে গেল
প্রেস্টিজ যা ছিল পাংচার হয়ে গেল।
রেললাইনে গলা দেবো

তখন আমি ভেবেছিলাম,
তারপর হঠাৎ করেই
লাইফে আমার টুম্পা এলো।

ও টুম্পা সোনা দুটো হাম্পি দেনা
আমি মাইরি বলছি আর খৈনি খাব না

চাঁদনী রাতে আমি টুম্পার সাথে
যাবো ডিনার ডেটে পোচ মামলেট খেতে ..

টুম্পা
নাকে নাক ঘষে দেনা,
টুম্পা
তুই আমার পুঁচকি সোনা,
টুম্পা

তোকে নিয়ে দীঘা যাবো,
টুম্পা
গ্যাঁদা ফুলে খাট সাজাবো টুম্পা

এই টুম্পা আয় আয় !
টুম্পা আজা মেরি পাস
থোড়ি চ্যানসে লে তু শ্বাস,
আমি হেরে যাওয়ার আগেই
উল্টে দেবো তাস

পাল্টে দেব বাজি, নমস্কার পাজি
সব স্বপ্ন হবে সত্যি
বলছে মিঠুন চক্রবর্তী।
মিঠুন দা, নাচুন না
এই মিঠুন দা নাচুন না।

আমি গয়া গিয়ে
মাথার চুল কামিয়ে,
আগের বউয়ের নামে
এসেছি পিন্ডি দিয়ে।
সামনের ভাদ্র মাসে ছাঁদনা তলায় বসে
ইংলিশে মন্ত্র পড়ে
টুম্পাকে করবো বিয়ে।

ও টুম্পা সনম তুঝে মেরি কসম
আমি বস্তির বাদশা, তুই আমার বেগম।
কোনো মধুর রাতে আমি টুম্পার সাথে
বসে বাদাম খাবো আমার টালির ছাতে ..

টুম্পা
নাকে নাক ঘষে দেনা,
টুম্পা
তুই আমার পুঁচকি সোনা,
টুম্পা
তোকে নিয়ে দিঘা যাবো,
টুম্পা
গ্যাঁদা ফুলে খাট সাজাবো টুম্পা ..

Tumpa Song Lyrics By Arob

Benarosi poriye sithi te sindur diye
Tarapithe giye Korechilam biye

Raate fulosojja holo
Ghum theke uthe dekhi
Bou palalo janla diye

Bou ta chole gelo
Monta venge gelo prestige ja chilo
Puncture hoye gelo
Rail line e gola debo

Tokhon ami bhebechilam
Tarpor hothat korei
Life e amar tumpa elo
O tumpa sona Duto humpi dena

Ami mairi bolchi aar khoini khabo na
Chandni raate ami tumpar sathe
Jabo dinner date e poch mamlet khete

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button