Emon Maya Lyrics (এমন মায়া) By Samz Vai | Mamun Afnan Rumey

Emon Maya Lyrics (এমন মায়া) By Samz Vai | Mamun Afnan Rumey
এমন মায়া – Emon Maya Bangla Song Lyrics. This song Singing by Samz Vai. Music Composed by Din Islam Shahrukh. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “ZS Entertainment” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Emon Maya – এমন মায়া
Singer : Samz Vai
Lyric : Mamun Afnan Rumey
Tune : Samz Vai
Music : Din Islam Shahrukh
Label : ZS Entertainment
এমন মায়া লিরিক্সঃ
তুমি চাইলে ঠিকি পারতে
সম্পর্ক টা ধরে রাখতে !
এখনো আছি আমি তোমার অপেক্ষায়!
ফিরবে না বলে দিয়েছ উড়াল
তুমি মনে এলে হইবে সামাল!
ভাবলে তোমায় চোখ ভিজে গাল ভড়ে যায়
এমন মায়ায় তুমি বাধলে আমি ভুলে তে পারি না তোমায়
যতো ভাবি তোমায় ভুলে যাবো ততো বেশি মনে পড়ে যায়! (২বার)
ভালোবাসায় ভুল টূটি কতো কিছু হয়
তাই বলে কি চলে যাবে এমন তো হবার নয়!
ভালোবাসায় ভুল টূটি কতো কিছু হয়
তাই বলে কি চলে যাবে এমন তো হবার নয়!
চোখের আরালে কোথায় হারালে তোমায় খুজে পাই না
তুমি ছাড়া ভালো নেই আমি দু চোখে শুধু কান্না
এমন মায়ায় তুমি বাধলে আমি ভুলে তে পারি না তোমায়
যতো ভাবি তোমায় ভুলে যাবো ততো বেশি মনে পড়ে যায়!(২বার)
কথা ছিলো থাকবো দুজন একসাথে তুমি আমি
আজ তুমি অন্য কারো মিথ্যে ছিলো সপ্ন সবি !
কথা ছিলো থাকবো দুজন একসাথে তুমি আমি
আজ তুমি অন্য কারো মিথ্যে ছিলো সপ্ন সবি !
ভাবিনি কখনো তোমায় পাবো না যাবে তুমি দূরে
বেচে থেকেও মরার মতো দিন রাত কাটে অন্ধকারে
এমন মায়ায় তুমি বাধলে আমি ভুলে তে পারি না তোমায়
যতো ভাবি তোমায় ভুলে যাবো ততো বেশি মনে পড়ে যায়!(২বার)
Emon Maya Lyrics By Samz Vai
Tumi caile thiki parte ,
Somporko ta dhore rakhte !
Ekhono achi ami tomar opekkhate!
Firbe na bole diyech ural
Tumi mone ale hoibe samal!
Vable tomay chokh vije gal vore jay