Latest Bengali Lyrics

Keno Bare Bare Lyrics (কেন বারে বারে) By Monir Munna & Brishty

Keno Bare Bare Lyrics

Keno Bare Bare Lyrics (কেন বারে বারে) By Monir Munna & Brishty

কেন বারে বারে – Keno Bare Bare Bangla Song Lyrics. This song Singing by Monir Munna & Brishty. Music Composed by Musfiq Litu. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “G Series Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Keno Bare Bare – কেন বারে বারে
Singer : Monir Munna & Brishty
Lyric : Mahbub Rahman
Tune : Shamim Mahmud
Music : Musfiq Litu
Label : Agniveena

কেন বারে বারে লিরিক্সঃ

প্রতি রাতে তোর খোঁজেতে
হচ্ছি যে নিখোজ
পায়ে পায়ে তোর দিকেই
এগিয়ে যাচ্ছি রোজ

একটা বার কর সাবারা
আমার চোখেতে তুই
এই আমি বাড়ে পাগলামি
যখনি তোকে ছু্ই

কেন বারে বারে হয় এমন
কেন খুজি তোকে সারক্ষণ
মনে হয় প্রেমে পড়ে
গেছি তোর (২ বার)

এই হৃদয়ে তোর নামেতে
ভুল বানানের ঢুম
তোর কাঁজলের অবুঝ মায়াই
পালিয়ে যাচ্ছে ঘুম

চাইলে রে তুই চাদর টেনে
নামিয়ে আনবো রাত
তোর কপালের চাঁদের টিপে
হয় নতুন প্রভাব

একটা বার কর সাবারা
আমার চোখেতে তুই
এই আমি বাড়ে পাগলামি
যখনই তোকে ছুই

কেন বারে বারে হয় এমন
কেন খুজি তোকে সারক্ষণ
মনে হয় প্রেমে পড়ে
গেছি তোর (২ বার)

আসকারা পাই ইচ্ছে যত
আঁকে তোর ছবি
হাতের খোঁজে হাত বাড়ালে
আমাকে পাবি
আনার এই সব ভাবনা গুলো
তোর আঁকাশ খুঁজে
চাইজে তোকে কতখানি
আইলেরে বোঝে

একটা বার কর সাপারা
আমার চোখেতে তুই
এই আমি বাড়ে পাগলামি
যখনই তোকে ছুই

কেন বারে বারে হয় এমন
কেন খুজি তোকে সারক্ষণ
মনে হয় প্রেমে পড়ে
গেছি তোর (২ বার)

প্রতি রাতে তোর খোঁজেতে
হচ্ছি যে নিখোজ
পায়ে পায়ে তোর দিকেই
এগিয়ে যাচ্ছি রোজ

একটা বার কর সাবারা
আমার চোখেতে তুই
এই আমি বাড়ে পাগলামি
যখনি তোকে ছু্ই

কেন বারে বারে হয় এমন
কেন খুজি তোকে সারক্ষণ
মনে হয় প্রেমে পড়ে
গেছি তোর (২ বার)

Keno Bare Bare Lyrics By Monir Munna & Brishty

Proti rate tor khojete
Hocchi je nikhoj
Paye paye tor dikei
Egiye jacchi roj
Ekta bar kor sabara
Amar cokhete tui
Ei ami bare paglami
Jokhon toke chui
Keno Bare Bare hoi emon
Keno khuji toke sarakhon
Mone hoy preme pore
Gechi tor

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button