Kothar Jonaki Lyrics (কথার জোনাকী) By Mahtim Shakib & Abanti Sithi

Kothar Jonaki Lyrics (কথার জোনাকী) By Mahtim Shakib & Abanti Sithi
কথার জোনাকী – Kothar Jonaki Bangla Song Lyrics. This song Singing by Mahtim Shakib & Abanti Sithi. Music Composed by Shovon Roy. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “STUDIO PROTUNEBD” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Kothar Jonaki – কথার জোনাকী
Singer : Mahtim Shakib & Abanti Sithi
Lyrics : Prosenjit Ojha
Tune & Music : Shovon Roy
Label : Protune
কথার জোনাকী লিরিক্সঃ
কনে দেখা আলো, লেগেছিল ভালো
ছিলে তুমি পাশে, নিশ্বাসের কাছে
কিছু রঙ ছুঁয়ে, পড়েছি নুয়ে
আলতো আদরে, বুকের ভিতরে (২ বার)
তুমি হাসো যখন চাঁদেরই মতোন
আমি ভাসি রূপের মুগ্ধতায়
তুমি ভালোবাসো বলে আমায়
আমি থাকি চোখের কিনারায়
তুমি ভালোবাসো বলে আমায়
আমি থাকি চোখের কিনারায়
কথার জোনাকী হাওয়াতে ওড়ে
কত কিছু বলি ঠোঁটের পথ ধরে
হৃদয় দুয়ারে, তুমি দাঁড়ালে
কি করে বলো, আমি থাকি আড়ালে (২ বার)
আমি আসি তোমার কাছে
কত শত বাহানায়
তুমি ভালোবাসো বলে আমায়
আমি থাকি চোখের কিনারায়
তুমি ভালোবাসো বলে আমায়
আমি থাকি চোখের কিনারায়
মেঘের পালকী, আমায় ডাক দিলো
তোমার ইশারায়, কি কথা লেখা ছিলো
মনেরই আকাশ, তুমি রাঙালে
আমাকে তোমার, আপন করে নিলে (২ বার)
আমি সব কিছু ভুলে থাকি
তোমারই ভাবনায়
তুমি ভালোবাসো বলে আমায়
আমি থাকি চোখের কিনারায়
তুমি ভালোবাসো বলে আমায়
আমি থাকি চোখের কিনারায়
Kothar Jonaki Lyrics By Mahtim Shakib
Kone dekha alo legecilo bhalo
Chile tumi pase nisaser kache
kichu rong chuye porechi nuye
Alto adore buker bhitor
Tumi haso jokhon cader moton
Ami bhasi ruper mugdhotay
Tumi bhalobaso bole amay
Ami thaki cokher kinaray
Kother jonaki haoyate ore
Koto kichu boli thoter poth dhore
Hridoy duyare tumi darale
Ki kore bolo ami thaki arale
Ami asi tomar kache
koto soto bahanay
Megher palki amay dak dilo
Tomar isaray ki kotha lekha cilo
Monere akash tumi ranale
Amake tomar apon kore nile
Ami sob kichu bhule thaki
Tomar’e bhabnai