Ami Tomar Kache Jabo Lyrics (আমি তোমার কাছে যাবো) By Minar Rahman

Ami Tomar Kache Jabo Lyrics (আমি তোমার কাছে যাবো) By Minar Rahman
আমি তোমার কাছে যাবো – Ami Tomar Kache Jabo Bangla Song Lyrics. This song Singing by Minar Rahman. Music Composed by Rezwan Sheikh. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Gaanchill Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Ami Tomar Kache Jabo – আমি তোমার কাছে যাবো
Singer : Minar Rahman
Lyrics, Tune Composition : Minar Rahman
Music arrangement : Rezwan Sheikh
Record Label : Gaanchill Music
আমি তোমার কাছে যাবো লিরিক্সঃ
আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবেনা
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবেনা
আমি নিজেকে হারিয়ে
কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাবো
কেউ বুঝতেও পারবেনা
আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবে না
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবে না
আমি নিজেকে হারিয়ে
কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবেনা
ওই আকাশের কতটা তারও দূরে
চোখ জুড়িয়ে কতটা ফানুস উড়ে
আমি কে?
আমি তোমার সাথে যাবো
পিছুটান রবে না
আমি তোমার পাশে বসে
কোনো গল্প বলবো না
আমি নীরবে দাঁড়িয়ে
ঝুম বৃষ্টি হয়ে
শুধু তোমায় ঘিরে রেখে
আরতো ঝরবো না
সেই পথে আর হাঁটতেও পারবোনা
ওই চোখে চোখ রাখতেও পারবোনা
ঘুম ভাঙা সকাল ডাকবে না, ডাকবে না
রোদ মাখা বিকেল হাসবে না, হাসবে না
আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবেনা
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবেনা
আমি নিজেকে হারিয়ে
কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাবো ও ও..
Ami Tomar Kache Jabo Lyrics By Minar Rahman
Ami tomar kache jabo
Keu janteo parbena
Ami tomar pashe robo
Keu bujhteo parbena
Ami nijeke hariye kothay paliye
AMi tomar kache jabo
Keu bujhteo parbe na