Majhe Majhe Tobo Lyrics (মাঝে মাঝে তব) By Prashmita Paul

Majhe Majhe Tobo Lyrics (মাঝে মাঝে তব ) By Prashmita Paul | Rabindranath Tagore
মাঝে মাঝে তব – Majhe Majhe Tobo Bangla Song Lyrics. This song Singing by Prashmita Paul. Music Composed by Suvam Moitra. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “SVF Devotional” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Majhe Majhe Tobo – মাঝে মাঝে তব
Singer : Prashmita Paul
Composer & Lyricist : Rabindranath Tagore
Arrangement and Music Production : Rahul Sarkar
Flute : Swarajit Ratul Guha
Mix and Master : Suvam Moitra
মাঝে মাঝে তব লিরিক্সঃ
কেন মেঘ আসে হৃদয়-আকাশে
কেন মেঘ আসে হৃদয়-আকাশে
তোমারে দেখিতে দেয় না
মোহমেঘে তোমারে দেখিতে দেয় না
মোহমেঘে তোমারে
অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা (২ বার)
ক্ষনিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে
ওহে ক্ষনিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে
ওহে হারাই-হারাই সদা হয় ভয়
হারাই হারাই সদা হয় ভয়
হারাইয়া ফেলি চকিতে
আশ না মিটিতে হারাইয়া
পলক না পড়িতে হারাইয়া
হৃদয় না জুড়াতে
হারাইয়া ফেলি চকিতে
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা (২ বার)
ওহে কি করিলে বলো পাইব তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে (২ বার)
ওহে এত প্রেম আমি কোথা পাব নাথ
এত প্রেম আমি কোথা পাব নাথ
তোমারে হৃদয়ে রাখিতে
আমার সাধ্য কিবা তোমারে
দয়া না করিলে কে পারে
তুমি আপনি না এলে
কে পারে হৃদয়ে রাখিতে…
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা (২ বার)
ওহে আর কারো পানে
চাহিব না আর
কবির হে আমি প্রাণপণ (২ বার)
ওহে তুমি যদি বলো এখনি করিব (২ বার)
বিষয় বাসনা বিসর্জন
দিব শ্রীচরণে বিষয়
দিব আকাতরে বিষয়
দিব তোমার লাগি
বিষয় বাসনা বিসর্জন
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা (২ বার)
কেন মেঘ আসে হৃদয়-আকাশে
কেন মেঘ আসে হৃদয়-আকাশে
তোমারে দেখিতে দেয় না
মোহমেঘে তোমারে দেখিতে দেয় না
মোহমেঘে তোমারে
অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না
মাঝে মাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাইনা (২ বার)
Majhe Majhe Tobo Lyrics By Prashmita Paul
Keno megh ase hridoy-akashe
Keno megh ase hridoy-akashe
Tomare dekhite dey na
Mohomeghe tomare dekhite dey na
Mohomeghe tomare
Ondho kore rakhe
Tomare dekhite dey na
Majhe majhe tobo dekha pai
Chirodin keno paina (2)
Khonik aloke akhir poloke
Tomay jobe pai dekhite
Ohe Khonik aloke akhir poloke
Tomay jobe pai dekhite