Hoyni Bola Lyrics (হয়নি বলা) By Imran Mahmudul & Puja

Hoyni Bola Lyrics (হয়নি বলা) By Imran Mahmudul & Puja
হয়নি বলা – Hoyni Bola Bangla Song Lyrics. This song Singing by Imran Mahmudul & Puja. Music Composed by Rezwan Sheikh. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “G Series Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Hoyni Bola – হয়নি বলা
Singer : Imran Mahmudul & Puja
Lyric : Faisal Rabbikin
Tune & Music : Rezwan Sheikh
Natok : I See U
Label : Agniveena
হয়নি বলা লিরিক্সঃ
হয়না বলা কতখানি ভালোবাসি তোমায়
বেঁচে আছি শুধু আমি তোমারই তো ছায়ায় (২ বার)
অনেকেই তো হাত বাড়ায় হয় কতজন আপন
তুমি আমার ভালো থাকার সবচেয়ে বড় কারণ ও..
তুমি আমার ভালো থাকার সবচেয়ে বড় কারণ
তুমি ছাড়া হয়না সকাল, হয়না সন্ধ্যা আমার
থাকলে তুমি পাশাপাশি চাইনা কিছু আর
ও তুমি ছাড়া হয়না সকাল, হয়না সন্ধ্যা আমার
থাকলে তুমি পাশাপাশি চাইনা কিছুই আর
অনেকেই তো হাত বাড়ায় হয় কতজন আপন
তুমি আমার ভালো থাকার সবচেয়ে বড় কারণ
ও.. তুমি আমার ভালো থাকার সবচেয়ে বড় কারণ
আলো হয়ে এলে তুমি, পৃথিবীতে আমার
চলে গেছে যত জমা মনে ছিল আঁধার
ও আলো হয়ে এলে তুমি, পৃথিবীতে আমার
চলে গেছে যত জমা মনে ছিল যত আঁধার
অনেকেই তো হাত বাড়ায় হয় কতজন আপন
তুমি আমার ভালো থাকার সবচেয়ে বড় কারণ
ও.. তুমি আমার ভালো থাকার সবচেয়ে বড় কারণ
তুমি আমার ভালো থাকার সবচেয়ে বড় কারণ
তুমি আমার ভালো থাকার সবচেয়ে বড় কারণ
তুমি আমার ভালো থাকার সবচেয়ে বড় কারণ
Hoyni Bola Lyrics By Imran Mahmudul & Puja
Hoyni bola kotokhani bhalobasi tomay
Beche achi sudhu ami tomari to chayay
Anekei to hat baray hoy kotojon apon
Tumi amar bhalo thaker sobceye boro karon
Tumi chara hoyna sokal, hoyna sandha amar
Thakle tumi pasapasi caina kichu ar
Alo hoye ele tumi, prithibete amar
Cole geche joto joma mone chilo badha