Moharaja Lyrics (মহারাজা) By Tasrif Khan | Kureghor Band

Moharaja Lyrics (মহারাজা) By Tasrif Khan | Kureghor Band
মহারাজা – Moharaja Bangla Song Lyrics. This song Singing by Tasrif Khan. Music Composed by Tasrif Khan. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Kureghor” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Moharaja – মহারাজা
Lyrics: Tanbhir Siddiki
Vocal & Tune: Tasrif Khan
Label : Tasrif Khan
মহারাজা লিরিক্সঃ
মহা রাজার ভীষণ ক্ষুধা
ভরা পেটেই খাবে
খাবার প্লেটে আস্ত রেখে
ভাবছে কি আর পাবে
শান্ত হয়ে বসে থেকেই
ক্লান্ত সে হয় ভারি
বসে বসেই রাজ্য চালায়
বিশাল রাজ্য তারই
আরে এমন রাজা, কি যে মজা
রাত কে বলে দিন
হঠাৎ করে দেয় সে জানান
দেশের প্রতি ঋণ
পান্ডারা সব রাজার নামে
নানান দোকান খুলে
নেয় সালামি হাসি মুখে
লজ্জা-শরম ভুলে
আরে মহারাজার মহান দেশে
ঘোলের দামে দধি
ফরিয়াদির হবেই সাজা
বিচার জানায় যদি
সময় চলে উলটো দিকে
সোম এর পরে রবি
কানুন চালায় অপরাধী
রিকশা চালায় কবি
আয়…. হায়… হায়…
ঘুমের জন্য বেতন আছে
কাজ করিলেই সাজা
মাথা নত পান্ডারা কয়
জয়তু মহারাজা
মহারাজার মহান দেশে
পেঁচা হলো পাখি
টিকটিকিরা বনের রাজা
দুঃখ কোথায় রাখি
এমন রাজা, কি যে মজা
রাত কে বলে দিন
হঠাৎ করে দেয় সে জানান
দেশের প্রতি ঋণ
পান্ডারা সব রাজার নামে
নানান দোকান খুলে
নেয় সালামি হাসি মুখে
লজ্জা-শরম ভুলে
আরে মহারাজার মহান দেশে
ঘোলের দামে দধি
ফরিয়াদির হবেই সাজা
বিচার জানায় যদি
সময় চলে উলটো দিকে
সোম এর পরে রবি
কানুন চালায় অপরাধী
রিক্সা চালায় কবি
আয়… হায়… হায়….
মহা রাজা যখন ভাবে
তেল এর খনি নেবে
ধ্বংস ইরাক এক ইশারায়
পাই না কিছু ভেবে
রাজনিতিতেই জঙ্গিবাদ এর
জন্ম রাতা রাতি
ন্যটো আসে শান্তি দিতে
বাড়ায় হাতাহাতি!
এমন রাজা, কি যে মজা
রাত কে বলে দিন!
হঠাৎ করে দেয় সে জানান
দেশের প্রতি ঋণ
পান্ডারা সব রাজার নামে
নানান দোকান খুলে
নেয় সালামি হাসি মুখে
লজ্জা-শরম ভুলে
আরে মহারাজার মহান দেশে
ঘোলের দামে দধি
ফরিয়াদির হবেই সাজা
বিচার জানায় যদি
সময় চলে উলটো দিকে
সোম এর পরে রবি
কানুন চালায় অপরাধী
রিকশা চালায় কবি
Moharaja Lyrics By Tasrif Khan
Moha rajar bhison khuda
Bhora peteei khabe
Khabar plete asto rekhe
Bhabche ki ar pabe
Santo hoye boshe thekey
Klanto se hoy bhari
Boshe boshei rajjo chalay
Bishal rajjo tari
Are amon raja ki je moja
Rat ke bole din
Hothat kore dey se janan
Desher proti wrin