Tar Pore Ar Ganer Kotha Lyrics (তার পরে আর গানের কথা) By Chamok

Tar Pore Ar Ganer Kotha Lyrics (তার পরে আর গানের কথা) By Chamok Hasan
তার পরে আর গানের কথা – Tar Pore Ar Ganer Kotha Bangla Song Lyrics. This song Singing by Chamok Hasan. Music Composed by Chamok Hasan. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Chamok Hasan” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
এই মায়াবী চাঁদের রাতে লিরিক্সঃ
এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে
মনের এক গোপন কথা তোমায় বলতে চাই
F – শুনতে চাই
কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই
আয় হাই তার পরে আর গানের কথা মনে নাই (২ বার)
কিন্তু বলেছিলে আমার জন্য লিখবে এমন গান
হবে এক মিষ্টি-মধুর প্রেমের উপাখ্যান (২ বার)
শোনো প্রিয় শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন ( ২ বার)
এখনই গানের ভাষায় স্বপ্ন আশা তোমায় শোনাতে চাই
বলো! শুনতে চাই!
কিন্তু, তার পরে আর গানের কথা মনে নাই
আয় হাই তার পরে আর গানের কথা মনে নাই
এই যে এই গানটা
তার শেষ অন্তরাটা
এই যে এই গানটা
তার যে শেষ পেরাটা
কত-রঙা স্বপ্নকথায় সাজানো ছিল যে সেটা
F ছিল? কোথায় গেল?
কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায় (২ বার)
F তারপর?
সেই কুঠিটা এতই গহীন, পাচ্ছি না খুঁজে হায়
F হাই হাই হাই!
তার পরে আর গানের কথা মনে নাই
আয় হাই তার পরে আর গানের কথা মনে নাই
এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে
মনের এক গোপন কথা তোমায় বলতে চাই
F – শুনতে চাই
কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই
আয় হাই তার পরে আর গানের কথা মনে নাই (২ বার)
আয় হাই তার পরে আর গানের কথা
F দরকার নাই
Ei Mayabi Chander Raate Lyrics By Chamok
Ai mayabi cader rate
Rekhe hat tomar hate
Moner ek gopon kotha
Tomay bolote cai
Shunte chai
Kintu tar pore ar ganer koth moner nai
Bolechile amar jony likhbe emon gan
Hobe ek mishiti modhur premer upokhan