Romantic Hits Mashup Lyrics (রোমান্টিক হিটস ম্যাশাপ) By Hasan & Dristy

Romantic Hits Mashup Lyrics (রোমান্টিক হিটস ম্যাশাপ) By Hasan & Dristy
রোমান্টিক হিটস ম্যাশাপ – Romantic Hits Mashup Bangla Song Lyrics. This song Singing by Hasan S. Iqbal & Dristy Anam. Music Composed by Hasan S. Iqbal. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Anupam Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Romantic Hits Mashup – রোমান্টিক হিটস ম্যাশাপ
Singer: Hasan S. Iqbal & Dristy Anam
Music Re-Arrangement: Hasan S. Iqbal
Additional Programming: Adib Kabir
Label: Anupam
রোমান্টিক হিটস ম্যাশাপ লিরিক্সঃ
তোমাকে যত দেখি নতুন লাগে
কামনার আগুন শুধু বুকে জাগে (২ বার)
আগুনে যাব পুড়ে
রয়েছ কেন দূরে (২ বার)
আমরা দুজন দুজনার-ই প্রেমের দুনিয়া
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায় (৪ বার)
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই (২ বার)
তুমি চাঁদের জোছনা নও
ফুলের উপমা নও
নও কোন পাহাড়ি ঝর্ণা (২ বার)
আয়না.. তুমি হৃদয়ের আয়না
তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন
তুমি ছিলে না যখন
চোখে ছিল না স্বপন
ভালোবাসা ছিলো অজানা (২ বার)
এক সাথে রয়েছি দুজন
এক ডোরে বাঁধা দুটি প্রাণ
ছিঁড়বেনা কভু এই বাঁধন
আসলে আসুক তুফান
তুমি আমারই বলবো শতবার
ও আমার বন্ধু গো
চির সাথী পথ চলার
তোমারই জন্য গড়েছি আমি
মনজিল ভালোবাসার