Tomar Hridoy Pane Lyrics (তোমার হৃদয় পানে) By Belal Khan & Porshi

Tomar Hridoy Pane Lyrics (তোমার হৃদয় পানে) By Belal Khan & Porshi
তোমার হৃদয় পানে – Tomar Hridoy Pane Bangla Song Lyrics. This song Singing by Belal Khan & Porshi. Music Composed by Musfiq Litu. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Laser Vision” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song Name : Tomar Hridoy Pane – তোমার হৃদয় পানে
Singer : Belal Khan & Porshi
Album : Nekabborer Mohaproyan
Lyric : Masud Pathik
Tune : Belal Khan
Music : Musfiq Litu
Label : Laser Vision
তোমার হৃদয় পানে লিরিক্সঃ
তোমার হৃদয় পানে
হাঁটতে গিয়ে পথ
সরে যায় দূরে দূরে
ভালবাসার আশায়
এপাড় ওপাড় আমি
মরি ঘুরে ঘুরে
কেবল যাই সরে সরে দূর বহুদূরে
ভেতর ঘরে কে খায় কুরে কুরে
যাই সরে সরে দূর বহুদূরে
ভেতর ঘরে কে খায় কুরে কুরে
তোমার হৃদয় পানে
হাঁটতে গিয়ে পথ
সরে যায় দূরে দূরে
ভালবাসার আশায়
এপাড় ওপাড় আমি
মরি ঘুরে ঘুরে
শূন্য এই রাত চলে যায়
একলা প্রহর ঘিরে আমায়
কেন তুমি এলে না ফিরে
বাধার নদী পেরিয়ে ধীরে
কেবল যাই সরে সরে দূর বহুদূরে
ভেতর ঘরে কে খায় কুরে কুরে
যাই সরে সরে দূর বহুদূরে
ভেতর ঘরে কে খায় কুরে কুরে
তোমার হৃদয় পানে হাঁটতে গিয়ে
পথ সরে যায় দূরে দূরে
জীবন নদীর এই দুই তীরে
তোমার কল্লোল আছে ঘিরে
দূরে গেলে কাছে আসি
কাছে এলে যাই দূরে দূরে
কেবল যাই সরে সরে দূর বহুদূরে
ভেতর ঘরে কে খায় কুরে কুরে
যাই সরে সরে দূর বহুদূরে
ভেতর ঘরে কে খায় কুরে কুরে
তোমার হৃদয় পানে
হাঁটতে গিয়ে পথ
সরে যায় দূরে দূরে
ভালবাসার আশায়
এপাড় ওপাড় আমি
মরি ঘুরে ঘুরে
কেবল যাই সরে সরে দূর বহুদূরে
ভেতর ঘরে কে খায় কুরে কুরে
যাই সরে সরে দূর বহুদূরে
ভেতর ঘরে কে খায় কুরে কুরে
Tomar Hridoy Pane Lyrics By Belal Khan & Porshi
Tomar hrridoy pane hatote giye
Poth sore zay dure dure
Valobasar ashay epar opar ami
Mori ghure ghure
Kebol zai sore sore dure dure bohudure
Vetor ghor ke khai kure kure