Bengali Lyrics

Tui Borsha Bikeler Dheu Lyrics (তুই বর্ষা বিকেলের) By Shaan & Palak

Tui Borsha Bikeler Dheu Lyrics

Tui Borsha Bikeler Dheu Lyrics (তুই বর্ষা বিকেলের) By Shaan and Palak Muchhal

তুই বর্ষা বিকেলের ঢেও – Tui Borsha Bikeler Dheu Bangla Song Lyrics. This song Singing by Shaan and Palak Muchhal. Music Composed by Jeet Gannguli. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Surinder Films” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song: Tui Borsha Bikeler Dheu – তুই বর্ষা বিকেলের
Film: Rocky
Director: Sujit Mondal
Starring: Mimoh and Puja Bose
Music: Jeet Gannguli
Singers: Shaan and Palak Muchhal
Lyrics: Prasen

তুই বর্ষা বিকেলের ঢেও লিরিক্সঃ

তুই বর্ষা বিকেলের ঢেউ
তুমি আমার কাছের কেউ
তুই চাদরে ওড়ানো রাত
তোকে দেখতে পেয়েছি হঠাৎ (২ বার)

দিয়েছে কি হওয়া
হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই (২ বার)

তুই ফর্সা সকালের রেশ
তুই আমার ঘুমের দেশ
তুই চাদরে মোড়ানো রাত
তোকে চিনতে পেরেছি হঠাৎ

দিয়েছে কি হওয়া
হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই (২ বার)

এসে গেছে দিন, কতনা রঙিন
নামে তোর এ শহর
দেবো লিখে সব আমার
তুই এলি তাই, মন হল ঠিক
কাছে তোর ঘুম ঘোর,
নেবো চেয়ে যা চওয়ার

চেনা তোর ইশারায়
ফেলেছে কি জ্বালায়
এসেছে এ কি ঝড় অবেলায়
হা.. দিয়েছে কি হওয়া
হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই

তুই বর্ষা বিকেলের ঢেউ
তুমি আমার কাছের কেউ
তুই চাদরে ওড়ানো রাত
তোকে দেখতে পেয়েছি হঠাৎ

এনে দেবো চাঁদ, ভাবনা অবাধ
এলে তুই, আমি ছুঁই,
এক লাফে তারাদের
এনে দেব ক্ষণ, ছাপিয়ে আপন
জন্যে তোর, হবে ভোর
মায়া মিঠে রাতের

চেনা তোর ইশারা
ফেলেছে কি জ্বালায়
এসেছে এ কি ঝড় অবেলায়
দিয়েছে কি হওয়া হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই

তুই ফর্সা সকালের রেশ
তুই আমার ঘুমের দেশ
তুই চাদরে মোড়ানো রাত
তোকে চিনতে পেরেছি হঠাৎ

দিয়েছে কি হওয়া
হয়েছি উড়ো খই
রয়েছি আমাতে আমি কই (২ বার)

Tui Borsha Bikeler Dheu Lyrics By Shaan and Palak Muchhal

Tui borsha bikeler dheu Tui amar kacher keu
Tui chadore orano raat Toke dekhte peyeci hotath
Diyeche ki hawa hoyechi uro khoi
Royechi amate ami koi
Tui forsha shokaler resh
Tui amar ghumer desh
Tui chadore morano raat
Toke chinte perechi hothat
Diyeche ki hawa hoyechi uro khoi
Royechi amate ami koi
Eshe geche din kotona rongeen
Naame tor e shohor debo likhe shob amar
Tui eli tai, mon holo thik
Kache tor ghum ghor nebo cheye ja chawar
Chena tor isharay feleche ki jalay
Eseche e ki jhor obelay

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button