Latest Bengali Lyrics

Bebshar Poristhiti Lyrics (ব্যবসার পরিস্থিতি) By Aly Hasan & Others

Bebshar Poristhiti Lyrics

Bebshar Poristhiti Lyrics (ব্যবসার পরিস্থিতি) By Aly Hasan & Others

ব্যবসার পরিস্থিতি – Bebshar Poristhiti Bangla Song Lyrics. This song Singing by Aly Hasan, Sadi Vai, Manam, Aamin Ale, Uday, Rakib Hasan, Maruf Akan, Siam Hawladar, Mr.Rizan. Music Composed by Sochi Shams. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “G Series Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Bebshar Poristhiti – ব্যবসার পরিস্থিতি
Singer : Aly Hasan, Sadi Vai, Manam, Aamin Ale, Uday, Rakib Hasan, Maruf Akan, Siam Hawladar, Mr.Rizan
Lyric & Tune : Aly Hasan
Music Produced by Sadi Vai
Studio : Cbls Records
Mix & Mastering : Sochi Shams
Label : G Series

ব্যবসার পরিস্থিতি লিরিক্সঃ

ভাই, কন্নি কত
১২০ টাকা
দিয়া দাও করমুনে কালকে দেখা

কলাদা, রুটি নামা গলাদা
ভাইয়ের জায়গায় ভাই আছত
ব্যবসার হিসাব আলাদা

সরম দিলা ভাইরে
ভাই আচস বাইরে
লাখ টাকা খাওয়াইয়া দিমু
দোকানের বাইরে

কী খবর আলী মিয়া
চিল্লাইতাছ কি নিয়া
কন্নি দিয়া বন্নি করুম
খেলা শুরু বাকি দিয়া

মানুষ ত মনে করে হুদা হুদি চেতি
আহেন ভাই, বহেন দেখেন
কই ব্যবসার পরিস্থিতি

ব্যবসার যে পরিস্থিতি
মুরগি খুঁজি তিতি তিতি
আ আ তিতি তিতি
বাপ দাদার আমলের স্মৃতি

ধইরা রাখতে চাই
মাগার কেমনে ধরুম ভাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

ভাই এতলা টাকা এডভান্স দিয়া
নিজের শইলের শ্রম দিয়া
ব্যবসা কইরা কী লাভ মিয়া
টেকা ঘুরাই বাকি নিয়া

দেহাইতে হয় ময়না টিয়া
খাওয়াইতে হয় কাউয়া দিয়া
কথাটা হুনতে খারাপ
ব্যবসার ব্যবসা নিয়া

কি ও বড় ভাই
আপনের দেহি খবর নাই
ভাবতাছি হারাইয়া গেছেন
নাকি বাল মইরাই গেছেন

দূরও মিয়া কী কইতাছেন
দূরও মিয়া কী কইতাছেন
কওয়ার তো কারণ আছে
বাকি টেকার খবর নাই
টেকা দিবেন কবে

আজকে নাইলে কালকে
ট্যাকা দিবি আজকে
বাকি নিয়া খাস ক্যা
আজকে নাইলে কালকে

কালকে নাইলে পরশু
পরশু নাইলে টস্যু
হালার আমরা কী নস্যু

আছে নেহি ফেবিকলের
চাইরশো মিলি আঠা
আছে তো একদাম
৭০ টাকা দাদা

দইত মিয়া পাগল হইচেন
কী কইতাচেন যা তা
রেট দিলাম ভাটা
সালা তারপরও কস টাটা

ভাই ষাইট টাকাই দিলে দেন
না দিলে মাল রাইখ্যা দেন
আপনার টাকা মড়াইয়া
জায়গা মতো রাইখ্যা দেন।

ফুটুনি করতে আহে
ভালো মন্দ চিনে না
আইয়া খালি আতাই বাজান
দাম হুইনা আর কিনে না
কী খবর বস

তোর বসে খাইছে লস
বারো ইন্সিতে এক ফুট
তিন ফুটে এক গজ
লস খাইয়া গজ চিনবেন
ব্যবসা এতো সোজা বস

আমি খাইছি ব্যবসাই লস
আমার লগেই মজা লস
মালের দাম কী কমছে
নাকি আগের থেইকা জমছে

হ আপনার লাইগ্যাই কমছে
সত্যিই কস কমছে
সত্যিই কস কমছে

মালের দাম কি কমছে
এদেশে কী মালের দাম
ভাই বাড়া ছাড়া কমছে

দূরও এমন একটা লাইট দিলেন
লাইটটা গেলো কাইটটা
আমার আবার এতো দূরে
আসা লাগলো হাইট্টা

তোমার লাইট তো কাইট্টা
মাইনষের টা যায় ফাইট্টা
ওরে ডেইট দিয়ে ঠেইট দিয়া

চেন্স কইরা দে লাইটটা
কিছু কিছু প্রোডাক্ট আছে
মায়ে বানায় পুতে বেচে
কোম্পানি গারাইয়েচে
দোকানদার পড়ে প্যাঁচে।

কাস্টমার বেশী বুঝে
নিজের দোষে পেলেট মুছে
প্রথমে আইয়াই জিগাই
প্রাইসের ভিতর সার্ভিস আছে

কীরে যৌবন লাল
দুই পাউন্ড রং দে লাল
তোর যে স্লিপ করুম
মালিকরে কদ্দুর ভরুম
আইজকা বেশী ভুরুম

তোগো ভাই পেট না শোরুম
ওগো তো খাইয়া অন্যায়
আর আমি না খাইয়াই করুম
আরেকদিন আরেক হালায়
কিন্না নিচে রশি

রশশি কিইন্না যেই কাম করছে
রশি বেইচ্চা দোষি
ব্যবসা হইলো টোপের খেলা

টোপের ভিতর বড়শি
দেড়শো টাকার ছাগল টানতে
দুইশো টাকার রশশি

ব্যবসার যে পরিস্থিতি
মুরগি খুঁজি তিতি তিতি
আ আ তিতি তিতি
বাপ দাদার আমলের স্মৃতি

ধইরা রাখতে চাই
মাগার কেমনে ধরুম ভাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

ভাই ব্যবসার যে পরিস্থিতি
উল্টাই নিজে তিতি তিতি
আ আ তিতি তিতি
বাপ দাদার আমলের স্মৃতি
ধইরা রাখতে চাই

মাগার কেমনে ধরুম ভাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা

কয় টাকা কামাই
কন তো টুকুর টাকুর সদাই বেইচা
কয় টাকা কামাই

Bebshar Poristhiti Lyrics By Aly Hasan

Vai konni koto
120 taka
Diya dao kormune kalke dekha.

Kolada ruti nama golada
Vaiyer jaigai vai achot
Bebshar hisab alada.

Sorom dila vaire
Vai ashos baire
Lakh taka khawaiya dimu
Dokaner baire.

Ki khobor ali mia
Cillaitacha ki nia
Konni dia bonni korum
Khela shuru baki dia.

Manush to mone kore
Huda hudi cheti
Ahen vai bohen dekhen
Koi bebshar poristhiti.

Bebshar je poristhiti
Murgi khuji titi titi
A a titi titi
Baap dadar amoler smriti.

Dhoira rakte chai
Magar kame dhorum vai
Kon to tukur takur sodai beicha
Koi taka kamai.

Kon to tukur takur sodai beicha
Koi taka kamai
Kon to tukur takur sodai beicha
Koi taka kamai.

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button