Tumi Khushi To Lyrics (তুমি খুশি তো) By Rishi Panda

Tumi Khushi To Lyrics (তুমি খুশি তো) By Rishi Panda
তুমি খুশি তো – Tumi Khushi To Bangla Song Lyrics. This song Singing by Rishi Panda. Music Composed by Rishi Panda. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Rishi Panda” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Tumi Khushi To – তুমি খুশি তো
Singer: Rishi Panda
Music, Lyrics – Rishi Panda
Tune: Rishi Panda
তুমি খুশি তো লিরিক্সঃ
রাত নেমেছে শহরে আমার
ঘুম খুঁজেছে রাস্তা পালাবার
স্বপ্নগুলোয় আসছ তুমি বোঝ না
আসার কি দরকার
হারিয়ে যাওয়ার রাস্তায় পা রেখে
অনেক দূরে আমার কাছ থেকে
কানের দুলে, রুক্ষ চুলে,
হাত বোলালেও দেখবো না তো আর
কি তুমি খুশী তো?
সব ব্যাপারে আমি তোমার দোষী তো? (২ বার)
এই বৃষ্টি ভেজা ছাদে
শুধু থাকতাম একসাথে
মানতাম না নিজেদের বারণ
আজ একলা এ আকাশে
ঝড় উঠছে চারিপাশে
খুব ঠাণ্ডা লাগে আজ আমার ভীষন
হোক তুমি ভালো থেকো
সুধু নিজের ছবি একো
রেখে দিও সাদা গোলাপ বারান্দায়
তোমার হাসি ভাসবে আজ হাওয়ায়
আর বিরক্ত করবে না আমায়
ভয় পেলে সামলে নিও
পেরিও রাস্তা সাবধানে এবার
কি তুমি খুশী তো?
সব ব্যাপারে আমি তোমার দোষী তো? (২ বার)
Tumi Khushi To Lyrics By Rishi Panda
Rat nemeche shohore amar
Ghum khujeche rasta palabar
Sopnoguloy ascho tumi bujho na
Asar ki dorkar
Hariye jawar rastay pa rekhe
Onek dure amar kach theke
Kaner dule, Rukkho chule
Hat bolaleo dekhbo na to ar
Ki tumi khushi to?
Sob bepare ami tomar dusi to? (2)