Tumi Purnimari Alo Lyrics (তুমি পূর্ণিমারই আলো) By Samz Vai

Tumi Purnimari Alo Lyrics (তুমি পূর্ণিমারই আলো) By Samz Vai
তুমি পূর্ণিমারই আলো – Tumi Purnimari Alo Bangla Song Lyrics. This song Singing by Samz Vai. Music Composed by Tanzil Hasan. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Eagle Music Video Station” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Tumi Purnimari Alo – তুমি পূর্ণিমারই আলো
Singer: Samz Vai
Lyrics & Tune: Samz Vai
Music: Tanzil Hasan
Label: Eagle Music
তুমি পূর্ণিমারই আলো লিরিক্সঃ
তুমি পূর্ণিমারই আলো
আমার সোনার ময়না পাখি
চোখ খানি মোর বন্ধ করলে
তোমায় শুধু দেখি
আমার ভাল্লাগেনা কিছু এই
তোমাকে ছাড়া
প্রতিটি সময় যেন লাগে দিশেহারা
কেন তুমি বোঝোনা, আমার মনের ব্যথা,
পাবো তোমায় খুঁজে, আমি কোথা
সেই তুমি কেন, এত অচেনা
আমাকে তুমি, বুঝেও বুঝলেনা
তুমি পূর্ণিমারই আলো
আমার সোনার ময়না পাখি
চোখ খানি মোর বন্ধ করলে
তোমায় শুধু দেখি
আমার ভাল্লাগেনা কিছু এই
তোমাকে ছাড়া
প্রতিটি সময় যেন লাগে দিশেহারা
হৃদয়টার মাঝারে, রাখিলাম আদরে
কত যতনে পুষিয়া
এভাবে আমাকে, অবহেলা করে
কেন গেলে চলিয়া (২ বার)
কে বুঝে আমাকে, তুমি বিহনে
ভুলে গেছো কি সব স্মৃতি
বুঝিনা কেন যে, রোজ রাতে স্বপনে
শুধু করো ডাকাডাকি
তুমি পূর্ণিমারই আলো
আমার সোনার ময়না পাখি
চোখ খানি মোর বন্ধ করলে
তোমায় শুধু দেখি
আমার ভাল্লাগেনা কিছু এই
তোমাকে ছাড়া
প্রতিটি সময় যেন লাগে দিশেহারা (২ বার)
Tumi Purnimari Alo Lyrics By Samz Vai
Tumi purnimar-i alo
Amar sonar moyna pakhi
Chokh khani mor bondho korle
Tomay shudhu dekhi
Amar vallagena Kichu ei
Tomake chara
Protiti somoy jeno lage dishehara
Keno tumi bojhe, Amar moner betha
Pabo tomay khuje ami kotha
Sei tumi keno eto ochena
Amake tumi bujheo bujhle na