Ureche Mon Lyrics (উড়েছে মন) By Arijit Singh | Boss 2

Ureche Mon Lyrics (উড়েছে মন) By Arijit Singh | Boss 2
উড়েছে মন – Ureche Mon Bangla Song Lyrics. This song Singing by Arijit Singh. Music Composed by Jeet Gannguli. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Grassroot Entertainment” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Ureche Mon – উড়েছে মন
Singers : Arijit Singh
Music : Jeet Gannguli
Lyrics : Pranjal
Film : BOSS 2 (বস 2)
Produced by : Jeetz Filmworks
উড়েছে মন লিরিক্সঃ
উড়েছে মন, পুড়েছে মন
যা ছিল আমার সবই তোর হাতে
আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর
মনে মেঘ জমে
জানালার হাওয়াতে, ছাওয়াতে
মনের রোদ কমে
দিন শুরু তোর কথায়
তুই ছাড়া নামে না রাত
চাঁদ থেকে
চল হারাই সব ছেড়ে
তোর সাথেই ফুরোবে দিন
আজ থেকে
উড়েছে মন, পুড়েছে মন
যা ছিল আমার সবই তোর হাতে
উড়েছে মন, পুড়েছে মন
যা ছিল আমার সবই তোর হাতে
আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর
মনে মেঘ জমে
জানালার হাওয়াতে, ছাওয়াতে
মনের রোদ কমে
লিখে যাই, গল্প না থাকুক
ভুলে যাই যন্ত্রণাটুকু
মন আমার তোর ইশারায়
খুঁজে বেড়ায় স্বপ্ন স্বপ্ন দেশ
দূরে যায়, অল্প অল্প সে
সত্যি না, গল্প গল্প সে
মন আমার সবই হারায়
খুঁজে বেড়ায় তোরই যে আবেশ
দিন শুরু তোর কথায়
তুই ছাড়া নামে না রাত
চাঁদ থেকে
উড়েছে মন, পুড়েছে মন
যা ছিল আমার সবই তোর হাতে
আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর
মনে মেঘ জমে
জানালার হাওয়াতে, ছাওয়াতে
মনের রোদ কমে
চলে যাই দু’চোখের পথে
বলে যাই কথা তোরই যে
মন আমার ভবঘুরে যাবে দূরে
তোকে না পেলে
কেন তুই দূরে দূরে বল
আকাশে উড়ে উড়ে চল
মিশে যাই এই আকাশে
তোর বাতাসে পাখনা মেলে
দিন শুরু তোর কথায়
তুই ছাড়া নামে না রাত
চাঁদ থেকে
উড়েছে মন, পুড়েছে মন
যা ছিল আমার সবই তোর হাতে
আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর
মনে মেঘ জমে
জানালার হাওয়াতে, ছাওয়াতে
মনের রোদ কমে
Ureche Mon Lyrics By Arijit Singh
Ureche mon.. Pureche mon
Ja chilo amar shobi tor haate
Akashe drishti tor brishti tor
Mone megh jome
Janalar hawa-te chawa-te
Moner rodh kome
Din shuru tor kothay
Tui chara naame na raat
Chand theke
Chol harai shob chere
Tor sathei furobe din
Aaj theke..
Ureche mon Pureche mon
Ja chilo amar shobi tor haate (2)
Akashe dristi tor bristi tor
Mone megh jome
Janalar hawa te chawa te
Moner rodh kome
Likhe jai golpo na thakuk
Bhule jai jontrona tuku
Mon amar tori isharay khuje beray
Shopno swapno desh
Dure jaay Alpo olpo se
Sotti na golpo golpo se
Mon amar shobi haray
Khuje beray tori je abesh
Din shuru.. tor kothay
Tui chara naame na raat
Chad theke
Ureche mon pureche mon
Ja chilo amar shobi tor haate
Akashe drishti tor brishti tor
Mone megh jome
Janalar hawa-te chawa-te
Moner rodh kome
Chole jai du-chokher pothe
Bole jai kotha tori je
Mon amar voboghure jabe dure
Toke na pele
Keno tui dure dure bol ?
Akashe ure ure chol
Mishe jai ei akashe tor batashe
Pakhna mele
Din shuru tor kothay
Tui chara name na raat
Chand theke
Ureche mon Pureche mon
Ja chilo amar shobi tor haate
Akashe drishti tor brishti tor
Mone megh jome
Janalar hawa-te chaoa-te
Moner rodh kome