Chad Ta Ke Bolbo Lyrics (চাঁদ টা কে বলবো) By Shiekh Sadi

Chad Ta Ke Bolbo Lyrics (চাঁদ টা কে বলবো) By Shiekh Sadi | Mariya Shanto
চাঁদ টা কে বলবো – Chad Ta Ke Bolbo Bangla Song Lyrics. This song Singing by Shiekh Sadi. Music Composed by Sharukh Hossain. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Shiekh Sadi” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Chad Ta Ke Bolbo – চাঁদ টা কে বলবো
Singer : Shiekh Sadi
Music, Lyrics And Tune : Sharukh Hossain
চাঁদ টা কে বলবো লিরিক্সঃ
চাঁদ টা কে বলবো থেকে যাও না
রাত টা কে বলবো থেমে যাও না,
চাঁদ টা কে বলবো থেকে যাও না
রাত টা কে বলবো থেমে যাও না।
তবু তোমাকে ভালোবাসি
দেখবে সবাই হবে সাক্ষী,
চাঁদ টা কে বলবো থেকে যাও না
রাত টা কে বলবো থেমে যাও না।।
সময়টা তখন থমকে যাবে
মেঘ ঝিরি ঝিরি বৃষ্টি ঝরবে,
তোমার চোখে চোখ রেখে
ভালোবাসি বলতে চাই।
চাঁদ টা কে বলব থেকে যাও না
রাত টা কে বলব থেমে যাও না,
চাঁদটা কে বলবো থেকে যাও না
রাতটা কে বলবো থেমে যাও না।।
এভাবে স্বভাবে আমার করে
রাখবো তোমাকে আপন করে,
এভাবে স্বভাবে আমার করে
রাখবো তোমাকে আপন করে।
তবু তোমাকে ভালোবাসি
দেখবে সবাই হবে সাক্ষী,
চাঁদ টা কে বলবো থেকে যাও না
রাত টা কে বলবো থেমে যাও না।।
Chad Ta Ke Bolbo Lyrics By Shiekh Sadi
Chad Ta Ke Bolbo Theke Jao Na
Raat Ta Ke Bolbo Theme Jao Na
Tobu tomake valobashi
Dekhbe sobai hobe sakkhi
Chad Ta Ke Bolbo Theke Jao Na
Rat Ta Ke Bolbo Theme Jao Na
Somoyta tokhon thomke jaabe
Megh jhiri jhiri brishti jhorbe
Tomar chokhe chokh rekhe
Bhalobashi bolte chai
Evabe sovabe amar kore
Rakhbo tomake apon kore
Tobu tomake bhalobashi
Dekhbe sobai hobe sakkhi
Chand Ta Ke Bolbo Theke Jao Na
Raat Ta Ke Bolbo Theme Jao Na