Khoma Lyrics (ক্ষমা) By Jesan Ovi | Ayash khan | Stromz vai

Khoma Lyrics (ক্ষমা) By Jesan Ovi | Ayash khan
ক্ষমা – Khoma Bangla Song Lyrics. This song Singing by Jesan Ovi. Music Composed by Ayash khan. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Jesan Ovi Official” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Khoma – ক্ষমা
Singer, Lyrics & Tune : Jesan Ovi
Music : Ayash khan
Mixing: Stromz vai
Cover design : Jesan Ovi
ক্ষমা করে দে রে মন লিরিক্সঃ
আজ বৃষ্টি নেমে এলে
আমি ভাবি তোর কথা
কেন জীবন হয়ে গেছে কালো
শুধুই যে ব্যথা (২ বার)
আমার ভালো যে লাগে না
যত হাসি আমি
তুই ছিলি এ জীবনের
সবচেয়ে বেশি দামি
ক্ষমা করে দে রে মন
অনেক পুড়িয়েছি তোকে
আমিতো নিজেই যন্ত্রনায়
বয়ে চলেছি এ বুকে (২ বার)
আমি চাই ভালো থাকতে
শুধু তোকেই ফিরে পেতে
কেন বারবার আমি হেরে যাই
মায়ারী কাছে
আমি চাই কাছে আসতে
শুধু তোর ছায়া দেখতে
কেন বারবার ফিরে যায়
অভিমান এর কাছে
আমার ভালো যে লাগেনা
যত হাসি আমি
তুই ছিলি এ জীবনের
সবচেয়ে বেশি দামি
ক্ষমা করে দে রে মন
অনেক পুড়িয়েছি তোকে
আমিতো নিজেই যন্ত্রনায়
বয়ে চলেছি এ বুকে (২ বার)
কি যে ঝড় বয়ে গেছে
এই আমার জীবনে
আমায় করেছিলি ব্যবহার শুধু
তোর প্রয়োজনে
আমি আজও শুনে যায়
সেই কান্নারি শব্দ
সেই কান্না কানে ভাসে
আমি হই নিস্তব্ধ,
আমার ভালো যে লাগেনা
যত হাসি আমি
তুই ছিলি এ জীবনের
সবচেয়ে বেশি দামি
ক্ষমা করে দে রে মন
অনেক পুড়িয়েছি তোকে
আমিতো নিজেই যন্ত্রনায়
বয়ে চলেছি এ বুকে (২ বার)
Khoma Lyrics By Jesan Ovi
Aj bristy neme elye
Ami bhabi tor kotha
Keno jibon hoye gechye kalo
Sudhui je betha (2)
Amar bhalo je lagena
Joto hashi ami
Tui chili a jiboner
Sob chye dami
Khoma kore de re mon
Onek puriechi toke
Amito nijey jontronay
Boye colechi a buke (2)
Ami chai valo thakte
Shudhu tokei fire pete
Keno barbar ami here jai
Mayari kache
Ami chai kache aste
Shudhu tor chaya dekhte
Keno barbar fire jay
Oviman-er kache
Amar valo je lagena
Joto hasi ami
Tui chili a jiboner
Sobcheye beshi dami